নিষ্ঠুর বন্ধু > বাংলারদর্পন

মোঃ মহি উদ্দিন খোকন

       —————-

নিষ্ঠুর বন্ধুরে অামার পাষাণ বন্ধু

বলেছিলে অামার সনে,

প্রেম হল তোর সঙ্গোপনে

এখন ভাসছি অথৈ দরিয়ায়,

তুইতো অাছিস সুখে নিরালায়।

তোর পীরিতির এত জ্বালা

জানতাম নারে অাগে কালা

তোর বিহনে প্রাণ মোর চলে যায়

তুইতো অাছিস সুখে নিরালায়।

তোর পীরিতি যতন করে

রাখছি মোর হৃদয় পিঞ্জরে

জনম জনম কাঁদাতে অামায়

তুইতো অাছিস সুখে নিরালায়।

তোর পীরিতের একি ধারা

করলি অামায় সর্বহারা,

চোখের জলে নদী বয়েযায়

তুইতো অাছিস সুখে নিরালায়।

বলেছিলে প্রেমের জ্বালার

নিবিরে তুই ভাগ,

তার বদলে কেন বন্ধু

দিলে প্রাণে দাগ

তোর প্রেমের বিষের তীরটি

অামার বিঁধল কলিজায়

তুইতো অাছিস সুখে নিরালায়। ঐ

সেদিন বন্ধু দিয়েছিলে

বিনে সুতোর মালা,

তোর  প্রেমেতে কেনরে বন্ধু

এত বিচ্ছেদ জ্বালা,

সেজ্বালা মোর কেমনে দেখাই,

তুইতো অাছিস সুখে নিরালায়।

নিশি রাতে যখন অামি

বাঁজাতাম বাঁশের বাঁশী

তুই কৃষ্ণের রাধা সেঁজে

বলতি অাসি অাসি,

পিচনে তাকালে দেখতাম

হরিণী একটা  রূপের অাঙীনায়,

তুইতো অাছিস সুখে নিরালায়।

গলাকাটা মুরগীর মতো

চটপট শুধুই করি,

অবুঝ প্রেমে দাগাদিয়া

মাথায় দিলি বাড়ী

জ্বলে পুড়ে অঙ্গার এখন

থাকি গাছতলায়,

তুইতো অাছিস সুখে নিরালায়, ঐ

এমন নিশির কালে বন্ধু

 কাক পঙ্খী ঘুমায়,

এঅভাগা তোর প্রেমেতে

প্রাণটা যায় যায় রে,

তুইতো অাছিস সুখে নিরালায়।ঐ।

বসন্তকে সামনে রেখে

কোকিল ডাকছে ডালে,

তুই বন্ধু অাসবি অাবার

সকল ঋতুর কালে,

তোর বিহনে এজীবনে বেঁচে থাকা দায়,

তুইতো অাছিস সুখে নিরালায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *