এম.পি শিরীন আখতার’র উন্নয়নের ৩ বছর শীর্ষক বই’র মোড়ক উন্মোচন

 

জহিরুল ইসলাম জাহাঙ্গীর :

ফেনী -১ এর সংসদীয় এলাকা পরশুরাম ফুলগাজী ও ছাগলনাইয়া ৩ টি উপজেলার সংসদ সদস্য শিরীন আখতার’র উন্নয়নের ৩ অর্থ বছর শীর্ষক বইয়ের মোড়ক উন্মোচন গত ১৮ অক্টোবর বুধবার বিকেলে জাসদ কেন্দ্রীয় কার্যালয়ের কর্নেল তাহের মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে ।

উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বই ‘র মোড়ক উন্মোচন করেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার তথ্য মন্ত্রণালয়ের মাননীয় তথ্য মন্ত্রী জাসদ কেন্দ্রীয় কমিটির সভাপতি হাসানুল হক ইনু( এম পি)

সাথে ফেনী-১ এর সংসদ সদস্য জাসদ কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক শিরীন আখতার সহ জাসদ কেন্দ্রীয় নেতৃবৃন্দ। বইটি সম্পাদনায় সার্ভিক সহযোগীতা করেন  ফেনীর পরশুরাম উপজেলার কৃতি সন্তান মোস্তাফিজুর রহমান মামুন ।

উন্নয়নের ৩ বছর বইটিতে ফেনী-১ পরশুরাম  -ফুলগাজী ও ছাগলনাইয়ায় গত ৩ অর্থ বছরে বিভিন্ন উন্নয়ন কর্মকান্ডের বিস্তারিত তথ্য সমেত সাংসদ শিরীন আখতার ‘র আগামী কর্মপরিকল্পনার বিস্তারিত বিষয়াদি তুলে ধরা হয়েছে ।।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *