ঘুষ বানিজ্যের অভিযোগ :পরিবার পরিকল্পনা কর্মকর্তাকে গণপিঠুনি

 

এস,এম,ওয়াহিদুল ইসলাম, সুনামগঞ্জ থেকেঃ-
সুনামগঞ্জ জেলার শাল্লা উপজেলা পরিবার পরিকল্পনা অধিদপ্তরে ওয়ার্ড স্বেচ্ছাসেবী (মহিলা) নিয়োগে ঘুষ নেয়ার প্রতিবাদে উপজেলার সর্বস্তরের জনতা বিক্ষোভ মিছিল ও পরিবার পরিকল্পনা কর্মকর্তার অফিস ঘেরাও করে গণপিঠুনি দিয়েছে। ‘শেখ হাসিনার নির্দেশ দুর্নীতিমুক্ত বাংলাদেশ’-এ স্লোাগানকে সামনে রেখে আজ ৮ জানুয়ারি সোমবার বেলা ১২-৩০ মিনিটের সময় উপজেলার শহীদ মিনার থেকে শতাধিক জনতা একটি বিক্ষোভ মিছিল বের করেন। উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে মিছিলটি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে যায়। তখনই হাসপাতালে জনরোষের শিকার হয়ে  শারীরিকভাবে লাঞ্ছিত হন উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা মোোঃ জসীম উদ্দিন। পরে আত্মরক্ষার্থে  হাসপাতালের দ্বিতীয় তলায় আশ্রয় নেন এই কর্মকর্তা। অন্যদিকে শতাধিক লোকের মিছিলটি শহীদ মিনার প্রাঙ্গণে এসে এক প্রতিবাদ সভায় মিলিত হয়। উপজেলা স্বেচ্ছাসেবকলীগের সভাপতি বিশ্বজিৎ চৌধুরী নান্টু’র সভাপতিত্বে, যুবলীগনেতা অজয় তালুকদারের সঞ্চালনায় সভায় বক্তব্য রাখেন, আটগাঁও ইউপি আ’লীগের সাধারণ সম্পাদক মামুন আল-কাউসার, বাহাড়া ইউপি আ’লীগের সাধারণ সম্পাদক ফণি ভূষণ সরকার, শাল্লা উপজেেলা যুবলীগ নেতা অরিন্দম চৌধুরী অপু, এনামুল বারি লেলিন, কৃপেন্দ্র চন্দ্র দাস, উপজেলা ছাত্রলীগের আহ্বায়ক পলাশ চৌধুরী প্রমুখ।
বক্তারা বলেন, গত ৬/৭ জানুয়ারি উপজেলা পঃপঃ কর্মকর্তা জসীম উদ্দিন ও সুনামগঞ্জ জেলার পঃপঃ অধিদপ্তরের উপ-পরিচালক মোজ্জাম্মেল হকের যোগসাজসে লাখ লাখ টাকা ঘুষ বাণিজ্যের মাধ্যমে ওয়ার্ড স্বেচ্ছাসেবী নিয়োগের তালিকা প্রস্তুত করা হয়েছে। নিয়োগ বাণিজ্যের গোপন বৈঠক হয় উপজেলার বিআরডিবি কার্যালয়ে। ফলে সঠিক প্রার্থীরা নিয়োগ থেকে বঞ্চিত হন। বক্তারা বলেন সরকারি নীতিমালা তোয়াক্কা না করে অবিবাহিত নারীদের মোটা অংকের ঘুষের মাধ্যমে নিয়োগ দেয়া হয়েছে। এব্যাপারে যুবলীগ নেতা অরিন্দম চৌধুরী অপু মুঠো ফোনে বাংলার দর্পণকে বলেন, ইতিপূর্বে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দপ্তরি নিয়োগেও লাখ লাখ টাকা ঘুষ হাতিয়ে নিয়েছে একটি সিন্ডিকেট চক্র। তার প্রমাণ সংগ্রহ করে রেখেছে বলেও উল্লেখ করেন যুবলীগ নেতা অপু। যুবলীগ নেতা অজয় তালুকদার বলেন  আগামী ২৪ ঘণ্টার ভেতরে সকল নিয়োগের ফলাফল বাতিল করা না হলে আগামীকাল উপজেলা সদরে হরতালসহ আরো কঠোর কর্মসূচি পালন করা হবে তবুও ঘুষ বাণিজ্যের সাথে জড়িতদেরকে কোন ছাড় দেওয়া হবেনা।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *