চট্টগ্রাম ব্যুরো :
১৬ কোটি মানুষের প্রয়োজনে শেখ হাসিনাকে বারবার ক্ষমতায় আসতে হবে। আগামী নির্বাচনে ছাত্রলীগকে অতন্দ্র পহরি হয়ে কাজ করতে হবে।ছাত্রলীগ মানে আদর্শ, নীতিবান ও সবক্ষেত্রে অগ্রগামী। ছাত্রলীগ মানে চাঁদাবাজ, টেন্ডারবাজ নয়। ছাত্রলীগ হল বঙ্গবন্ধুর আদর্শের সৈনিক। রাউজানের প্রতিটি ইউনিয়নে, ওয়ার্ডে প্রকৃত ও মেধাবী ছাত্রদের ছাত্রলীগে অন্তর্ভুক্ত করে কমিটি গঠন করতে হবে। বৃহস্পতিবার সন্ধ্যায় উপজেলার দি কিং অব নোয়াপাড়া কমিউনিটি সেন্টারে বাংলাদেশ ছাত্রলীগের ৭০তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে দক্ষিণ রাউজান ছাত্রলীগ কর্তৃক আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে রেলপথ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি এবিএম ফজলে করিম চৌধুরী এমপি একথা বলেন। সংগঠনের সভাপতি সৈয়দ মুহাম্মদ মেজবাহ উদ্দিনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক সালাউদ্দিনের সঞ্চালনায় সভায় প্রধান বক্তা ছিলেন সংগঠনটির সাবেক সভাপতি ও ইউপি চেয়ারম্যান সৈয়দ আব্দুল জব্বার সোহেল।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন নোয়াপাড়া বিশ্ববিদ্যালয় কলেজের অধ্যক্ষ অধ্যাপক কফিল উদ্দিন চৌধুরী, জেলা অাওয়ামীলীগ সদস্য ও ইউপি চেয়ারম্যান দিদারুল অালম, উপজেলা অাওয়ামীলীগের যুগ্ম সম্পাদক ও ইউপি চেয়ারম্যান ভুপেশ বড়ুয়া, সাংগঠনিক সম্পাদক জাফর অাহমদ,ইউপি চেয়ারম্যান মুক্তিযোদ্ধা অাব্বাস উদ্দিন, ইউপি চেয়ারম্যান সাহাবুদ্দিন, ইউপি চেয়ারম্যান রোকন উদ্দিন, সাবেক ইউপি চেয়ারম্যান মনিরুল ইসলাম, সাবেক ছাত্রলীগ নেতা জাহাঙ্গীর সিকদার, অাবুল বশর, সাবেক সহ- সভাপতি ইমতিয়াজ অাহমেদ, মফজল হোসেন, সাবেক সাধারণ সম্পাদক জাহাঙ্গীর অালম। অন্যাদের মধ্যে উপস্থিত ছিলেন আওয়ামীলীগ নেতা দোস্ত মোহাম্মদ খান, নুরুন নবী, জসীম উদ্দিন চৌধুরী, দুলাল বড়ুয়া, মহিউদ্দিন ইমন আবু জাফর রাশেদ, ছাত্রলীগ নেতা রাসেল খান, রবিউল ইসলাম রাজু, মো. মুরাদ, রুবেল বৈদ্য, নুরুল আজিম, আরাফাত আলিফ, আরিফুল ইসলাম, সাহাব উদ্দিন, মো. সুমন, আমির হামজা, সৈয়দ তানভীর, অংকুর বড়ুয়া,তুষার সেন, রকি খান প্রমুখ। সভা শেষে কেক কাটা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন হয়। সভার পূর্বে বিকাল এক বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়ে কাপ্তাই সড়কের পথের হাট অংশে প্রদক্ষিণ করে।