চট্টগ্রাম ব্যুরো :
রাউজান উপজেলার ৩ নং চিকদাইর ইউনিয়নের দক্ষিন সর্তা এলাকার হয়রত শাহ্ ছগির ও শাহ্ হাবিব (রাহঃ) ,র নামকরণ সড়ক।
এই সড়ক দিয়ে চিকদাইর দক্ষিন সর্তা এলাকার কয়েক শতাধিক পরিবারের সদস্যরা যাতায়াত করে ।
সড়কটি একাধিকবার ইট দিয়ে ব্রীক সলিং করা হলে ও বর্ষার মৌসুমে বন্যার পানির শ্রোতে সড়কটির বিভিন্ন স্থানে ভেঙ্গে গিয়ে এলাকার জনগন চলাচল করতো চরম দুভোর্গের মধ্যে দিয়ে।
রেলপথ মন্ত্রনালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি এবি এম ফজলে করিম চৌধুরী এমপির একান্ত প্রচেষ্টায় সড়কটি সি, সি, ঢালাই পার্শ্বে গার্ডওয়াল নির্মান করে সড়কের উন্নয়ন কাজ করার জন্য স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের আওতায় ৬০ লাখ টাকায় ব্যয়ে দেয় ।
দুই কিলোমিটার সড়কের দুই পার্শ্বে মাটি ভরাট, গার্ডওয়াল নির্মান, সড়কের উচু করে আর, সি, সি ঢালাই করে সড়কের নির্মান কাজে সরকার প্রদত্ত ৬০ লাখ টাকায় পুরো সড়ক নির্মান করা সম্ভব না হওয়ায় ।
রেলপথ মন্ত্রনালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি এবি এম ফজলে করিম চৌধুরীর অনুপেরনায় চিকদাইর দক্ষিন সর্তা এলাকার বাসিন্দ্বা , ওমানস্থ চট্টগ্রাম সমিতির সভাপতি প্রবাসী সি, আই, পি ইয়াছিন চৌধুরী তার কাছ থেকে ৮৫ লাখ টাকা দিয়ে সরকারী ব্যয়ে টাকা সহ মোট ১ কোটি ৪৫ লাখ টাকা দিয়ে দৈর্ঘ দুই কিলোমিটার সড়কটি লোহার রড বিছিয়ে দিয়ে আর, সি, সি, ঢালাই নির্মাণ করে , সড়কের দুই পার্শ্বে গার্ড ওয়াল দিয়ে সড়কের প্রবেশ মুখে তোরন ও যাত্রী ছাউনি নির্মান করা হয়।
গতকাল ৪ জানুয়ারি বৃহস্পতিবার বিকালে নব নির্মিত সড়কের শুভ উদ্বোধন করেন রেলপথ মন্ত্রনালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি এবি এম ফজলে করিম চৌধুরী। এসময়ে আরো উপস্থিত ছিলেন চট্রগ্রাম উত্তর জেলা আওয়ামীলীগের সভাপতি , সাবেক সংসদ সদস্য রাষ্ট্রদূত নুরুল আলম চৌধুরী, জে, কে গ্রুপের চেয়ারম্যান জাহাঙ্গীর আলম খান, ওমানস্থ চট্টগ্রাম সমিতির সভাপতি প্রবাসী সি আই পি ইয়াছিন চৌধুরী, রাউজান উপজেলা নির্বাহী অফিসার শামীম হোসেন রেজা, রাউজান উপজেলা সহকারী কমিশনার ভুমি জোনায়েদ কবির সোহাগ, রাউজান উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্রাপ্ত সভাপতি কামাল উদ্দিন আহম্মদ, রাউজান থানার ওসি কেপায়েত উল্লাহ্, রাউজান পৌরসভার প্যানেল মেয়র বশির উদ্দিন খান, রাউজান পৌরসভা আওয়ামী লীগের সভাপতি নজরুল ইসলাম চৌধুরী, সাধারন সম্পাদক নুরুল ইসলাম শাহজাহান, রাউজান পৌরসভার ২ য় প্যানেল মেয়ের জমির উদ্দিন পারভেজ, রাউজান উপজেলা সাবেক প্রকৌশলী কামাল উদ্দিন, চেয়ারম্যান নুরুল আবছার বাশিঁ, সরোয়ার্দী সিকদার, সৈয়দ আবদুল জব্বার সোহেল, আওয়ামী লীগ নেতা মোজ্জাফর আহম্মদ, মোঃ আনোয়ার হোসেন, ইউনিয়ন যুবলীগের সভাপতি শাহাজান, জানে আলম মিনহাজ, দেলোয়ার, প্রমুখ ।