ফেনী মিশন হাসপাতালে ভূল চিকিৎসায় প্রসূতি ও নবজাতকের মৃত্যু,পুলিশ মোতায়েন 

 

 

শহর প্রতিনিধি – ভূল চিকিৎসার অভিযোগে  ফেনী  মিশন হাসপাতালে প্রসূতি ও নবজাতকের মৃত্যুর অভিযোগ উঠেছে। বৃহস্পতিবার সকালে এ অভিযোগে  রোগীর আত্নীয় স্বজনরা হামলার চেষ্টা চালিয়ে লাশ নিয়ে হাসপাতালের সামনে অবস্থান নিলে খবর পেয়ে  পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনে।

 

জানা যায়,বুধবার রাতে  ফুলগাজী উপজেলার বশিকপুর গ্রামের ওমান প্রবাসী হারুন অর রশিদের অন্ত:সত্ত্বা স্ত্রী মুক্তা আক্তারকে  শহরের সুফি সদর উদ্দিন রোড মিশন হাসপাতালে ভর্তি করায়। কর্তব্যরত ডাক্তার না থাকায় ভূয়া ডাক্তার সেজে নার্স ও আয়া বৃহস্পতিবার ভোরে  ওই প্রসূতির সিজার অপারেশন করে।এসময় নবজাতক মারা যায়। এর কিছুক্ষণ পর অতিরিক্ত রক্তক্ষরণের ফলে প্রসূতির মৃত্যু হয় হয় অভিযোগ করেন রোগীর স্বজনরা।

পরে হাসপতাল কর্তৃপক্ষ তাদের অবস্থা আশঙ্কাজনক বলে অন্যত্র নিয়ে যেতে বলেন।পরে  সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত ডাক্তার তাদের মৃত ঘোষণা করেন।

এ খবর ছড়িয়ে পড়লে রোগীর স্বজনরা  মিশন  হাসপাতালের সামনে তাদের লাশ নিয়ে জড়ো হয়ে  হামলার চেষ্টা চালায়।খবর পেয়ে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।  এ ঘটনায় মামলার দায়েরের  প্রস্তুতি চলছে বলে  পরিবার সুত্র জানায়।

ফেনী মডেল থানার পরিদশক  রাশেদ খান চৌধুরী জানান, এ ধরণের একটি ঘটনার কথা তিনি অবগত হয়েছেন। অভিযোগের ভিত্তিতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবেন বলেও তিনি জানান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *