রাউজান প্রতিনিধি :
বিশিষ্ট শিক্ষাবিদ মরহুম এম আবদুল ওহাব বিএ বিএড মাইজভাণ্ডারী কতৃক প্রতিষ্ঠিত পবিত্র ঈদে মিলাদুন্নবী (স.) উদযাপন উপলক্ষে ১২ দিন ব্যাপী আজিমুশশান নূরানি মাহফিলের প্রথম দিবস আজ ২০ নভেম্বর সোমবার হযরত ইয়াছিন শাহ পাবলিক স্কুল এন্ড কলেজ প্রাঙ্গণে অধ্যাপক জাহাঙ্গীর আলমের সভাপতিত্বে অনু্ষ্ঠিত হয়। মাওলানা বাহাউদ্দিন ওমরের সঞ্চালনায় মাহফিলে প্রধান বক্তা হিসাবে বক্তব্য রাখেন দমদমা নুরুল উলুম দাখিল মাদরাসার আরবি মুদাররিস হযরত মাওলানা মুহাম্মদ ওমর ফারুক আজমী। বিশেষ বক্তা ছিলেন হযরত মাওলানা সোলাইমান মকবুলী ও হযরত মাওলানা তছলিম উদ্দিন মাইজভাণ্ডারী।
স্বাগত বক্তব্য রাখেন হযরতুল আল্লামা মুহাম্মদ গোলাম মোস্তাফা শায়েস্তা খান আল আজহারী আল মাইজভাণ্ডারী। এতে আরো উপস্থিত ছিলেন মাইজদিয়া গাউছিয়া হক কমিটি রাউজান উপজেলা সমন্বয় কমিটির আহবায়ক মঞ্জুরুল ইসলাম চৌধুরী, নাজিম উদ্দিন, মামুন মিয়া, তাজ মোহাম্মদ রেজভী, সাজ্জাদ হোসেন, এম বেলাল উদ্দিন জালান আহম্মদ প্রমূখ । মাহফিলে বক্তারা বলেন নবী করিম (স.) এর আদর্শে জীবন গঠন করার তাগিদ দেন