ঢাকা : হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে প্রায় ৭ কেজি স্বর্ণসহ আলম (৪৫) নামে এক যাত্রীকে আটক করেছে ঢাকা কাস্টমস হাউসের প্রিভেনটিভ টিম।
আজ সোমবার সকাল ৯টায় আলম (৪৫) নামে এক যাত্রী বাহরাইন থেকে গালফ এয়ারের জিএফ ২৪৮ ফ্লাইটে শাহজালাল বিমানবন্দরে অবতরণ করার পর তার ল্যাগেজ স্ক্যান করে স্বর্ণের বারগুলো জব্দ করা হয়।
ঢাকা কাস্টমস হাউসের সহকারী কমিশনার (প্রিভেনটিভ) সাইদুল ইসলাম বলেন, সকাল ৯টায় বাহরাইন থেকে গলফ এয়ারের ফ্লাইট নম্বর জিএফ২৪৮-তে শাহজালালে অবতরণ করেন। এর আগে গ্রিন চ্যানেলে যাত্রী আলমকে স্বর্ণ বহনের কথা জিজ্ঞাসা করলে তিনি অস্বীকার করেন। পরে ব্যাগেজ স্ক্যান করে কম্বলের ভেতর থেকে ৫৮ পিস স্বর্ণের বার (৬ কেজ ৭শ গ্রাম) উদ্ধার করা হয়। যার মূল্য প্রায় ৩ কোটি ৩৫ লাখ টাকা।
তিনি আরও বলেন, যাত্রী আলমের বাড়ি কুমিল্লার চৌদ্দগ্রামে। পেশায় তিনি নির্মাণশ্রমিক। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি বলেছেন, একই এলাকার পরিচিত বন্ধু হায়দার তাকে কম্বলটা দেন। হায়দার বাহরাইনে সাইকেল মেরামতের দোকানে কাজ করেন। তার বিরুদ্ধে ফৌজদারি মামলা করে থানায় সোপর্দ করা হয়েছে।