নিজস্ব প্রতিবেদকঃ
জাগপার প্রতিষ্ঠাতা সভাপতি মরহুম মজলুম জননেতা শফিউল অালম প্রধানের ৬৯ তম জন্ম বাষিকী উপলক্ষে জাগপা গ্রীস শাখার উদ্দ্যোগে গ্রীসের রাজধানী এতেন্সে উমানীয়া বাংঙ্গালী গলী মক্কা রেষ্টুরেন্টে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
জাগপার উপদেষ্টা মোঃ আকুল মিয়ার সভাপতিত্বে প্রধান অতিথি বক্তব্য রাখেন যুব জাগপা কেন্দ্রীয় কমিটি সিনিয়র যুগ্ন সাধারন সম্পাদক ও জাগপা গ্রীস শাখার সভাপতি শেখ গোলাপ মিয়া।
সাধারন সম্পাদক মোঃ আব্দুল্লাহ মিয়ার পরিচালনায় বক্তব্য রাখেন, মোঃ শানুর মিয়া, মোঃ জাহির উদ্দিন, মোঃ সুমন মিয়া, মোঃ কাওছার আহমেদ, মোঃ শামিম আহমেদ প্রমুখ ।
প্রধান অতিথি বক্তব্যে শেখ গোলাপ মিয়া বলেন, শফিউল আলম প্রধান শুধু ইনসাফের জন্য লড়াই করেছে, শফিউল আলম প্রধান কনো দিন ক্ষমতা লোভ করেননি শফিউল আলম প্রধান আমাদেরকে শিক্ষা দিয়ে গেছে গনতন্ত্র ও ইনসাফের লড়াই করতে, জাগপার সৈনিকদের উদ্দেশ্য করে গোলাপ বলেন, ক্ষমতা লোভীদেরকে পতন করে ইনসাফের সরকার প্রতিষ্ঠিত করে আমাদের প্রাণ প্রিয় নেতা শফিউল আলম প্রধান ভাইয়ের স্বপ্ন বাস্তব করতে হবে।