নোয়াখালীতে ৪ কেন্দ্রের ভোটগ্রহণ স্থগিত

 

কামরুল হাসান:

হাইকোর্ট থেকে নিষেধাজ্ঞা থাকায় নোয়াখালী জেলা পরিষদ নির্বাচনে নোয়াখালীর চারটি কেন্দ্রের ভোটগ্রহণ স্থগিত করেছে নির্বাচন কমিশন।

 

বুধবার (২৮ডিসেম্বর) সকাল সাড়ে ৯টায় জেলা পরিষদ নির্বাচনে দায়িত্বরত সহকারি রিটার্ণিং কর্মকর্তা মোহাম্মদ আনিসুজ্জামান বিষয়টি নিশ্চিত করেছেন।

 

নির্বাচন অফিস সূত্রে জানা গেছে, জেলার সেনবাগ উপজেলার অর্জুনতলা ইউনিয়নের চেয়ারম্যান ও ইউপি সদস্যরা জেলা পরিষদ নির্বাচনে ভোট দেওয়ার জন্য সদস্যপদ চেয়ে হাইকোর্টে একটি মামলা করেন। পরে মঙ্গলবার (২৭ ডিসেম্বর) হাইকোর্ট থেকে ৪নং কানকিরহাট কেন্দ্রের সম্পূর্ণ ভোটগ্রহণ স্থগিত করা হয়।

 

অপরদিকে, হাইকোর্টের নির্দেশে ২, ৬ ও ৯ নং কেন্দ্রে সাধারণ সদস্য পদের ভোটগ্রহণ স্থগিত রাখা হয়েছে। তবে ওই কেন্দ্রগুলোতে চেয়ারম্যান পদে ভোটগ্রহণ চলছে।

 

উল্লেখ্য, বুধবার সকাল ৯টা থেকে জেলার ১৫টি কেন্দ্রের মধ্যে ১৪টি কেন্দ্রের ভোটগ্রহণ শুরু হয়েছে। ভোটগ্রহণ চলবে দুপুর ২টা পর্যন্ত। নির্বাচনে ৪জন চেয়ারম্যান প্রার্থী’সহ মোট ৯২জন প্রার্থী প্রতিদ্বন্দ্বীতা করছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *