সোনাগাজী প্রতিনিধি :
সোনাগাজী পৌর-শহরের চাকলাদার মার্কেটে “লুসান টেলিকম” নামক মোবাইল দোকানে বৃহস্পতিবার রাতে রহস্যজনক চুরির ঘটনা ঘটেছে, এই ঘটনায় লুসান টেলিকমের স্বত্বাধিকারী মোঃ লুসান বাদী হয়ে অজ্ঞাতনামা আসামীদের নামে সোনাগাজী মডেল থানায় লিখিত অভিযোগ দিয়েছেন।
ঘটনার পর সিআইডির বিশেষ টিম সহ অফিসার ইনচার্জ সাজেদুল ইসলাম ও পরিদর্শক তদন্ত আবদুর রহিম সরকার ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
মামলার বিবরণ সূত্রে জানাযায়, বৃহস্পতিবার রাতে দোকান বন্ধ করে পাশ্ববর্তি চাঁ দোকানদার শুক্কুর এর কাছে চাবি রেখে বাড়ী চলে যান, সকালে এসে দেখেন দোকানের সার্টারে তালা লাগানো নেই, ভেতরে ডুকে দেখেন ক্যাশ খুলে ক্যাশে থাকা নগদ তিন লক্ষ টাকা এবং তাক থেকে প্রায় পাঁচ লক্ষ টাকার মালামাল নিয়ে গেছে দুর্বৃত্তরা ।
এই ঘটনায় প্রাথমিক জিজ্ঞাসাবাদের জন্য আবদুস শুক্কুর ও মো. সুজন নামে দুইজনকে আটক করেছে পুলিশ।
সোনাগাজী মডেল থানার অফিসার ইনচার্জ সাজেদুল ইসলাম পলাশ জানান, বিষয়টি পুলিশ গুরুত্বের সাথে দেখছে, আশা করি তদন্তে প্রকৃত চোরকে সনাক্ত করে আইনের আওতায় আনা সম্ভব হবে। বাংলারদর্পণ