ডেস্ক রিপোর্ট : ফেনীর সোনাগাজী উপজেলাস্থ চর চান্দিয়া গ্রামের বাসিন্দা, প্রবাসী গিয়াস উদ্দিন কে ভিসা দেওয়ার কথা বলে আব্বাস নামের এক প্রতারক ৩ লক্ষ টাকা নিয়ে উধাও হয়েছে । মোহাম্মদ আব্বাস লক্ষীপুর জেলার সদর থানাধিন শহীদপুর গ্রামের হাডি বেপারি বাড়ীর বাসিন্দা।
গিয়াস জানান, টাকা নেয়ার পর থেকে যোগাযোগ বন্ধ রেখেছে প্রতারক আব্বাস। তার বিরুদ্ধে লক্ষীপুর থানায় প্রতারনার অভিযোগে মামলার প্রস্তুতি চলছে।
আব্বাসকে দেখা মাত্র নিকটস্থ থানায় খবর দিন।