চট্টগ্রাম ব্যুরো :
চট্টগ্রামের রাউজানে ভয়াবহ অগ্নিকান্ডে চার ঘর ভষ্মিভুত হয়েছে। আজ সকাল সাড়ে ১০ টার সময় উপজেলার জারুল তলা গ্রামের আব্দুল্লাহ পাঠান বাড়িতে অগ্নিকান্ডের এঘটনা ঘটে। স্থানীয় লোকজন জানিয়েছেন, বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সুত্রপাত হয়ে মুহুর্তেই চার ঘর পুড়ে ছাই হয়ে যায়।
ক্ষতিগ্রস্ত পরিবার হল, ছালে আহমদ,জাগের হোসেনের যৌথ ঘর, মুজিবের যৌথ ঘর ও নুরুল আলমের ঘর। জানা যায়, আজ সকালে জাগির হোসনের মেয়ে জেনি আকতার ঘরে গিয়ে আগুন দেখতে পেলে পাড়া চিৎকার করে ওঠে। এতে প্রতিবেশী সবাই ছুটে এসে আগুন নিভাতে সাহায্য করে।
স্থানীয় ইউপি সদস্য জহির উদ্দিন বলেন আগুন লাগার ঘটনা শুনার সাথে সাথে আমি সেখানে উপস্থিত হয়ে ফায়ার সার্ভিসকে ও বিদ্যুৎ অফিসে খবর দিই। অগ্নিকান্ডের ঘটনায় প্রায় ১০ হতে ১৫ লক্ষ টাকারমত ক্ষয়ক্ষতি হয়েছে। এ ঘটনা শুনার পর এমপি সাহেব ও রাউজান ইউপি চেয়ারম্যান তাদের সাহায্য করার আশ্বাস দেন।
রাউজান ফায়ার সার্ভিস অফিসার সোমেন বড়ুয়া বাংলাদর্পন কে বলেন, আমরা খবর পাবার সাথে সাথে ঘটনা স্থলে ছুটে আসি। এবং প্রায় আগুনই নিভাতে সক্ষম হয়। বেড়ার ঘর হওয়াতে সব পুড়ে গেছে।