ফেনী প্রতিনিধি:
সোনাগাজী উপজেলা নির্বাচন থেকে সরে দাঁড়ালেন সোনাগাজী উপজেলা পরিষদের বর্তমান ভাইস চেয়ারম্যান ও উপজেলা যুবলীগের সভাপতি আজিজুল হক হিরন।
মঙ্গলবার (১২ মার্চ) দুপুরে তিনি উপজেলা যুবলীগের নেতাকর্মীদের সাথে নিয়ে জেলা রিটার্নিং অফিসারের কাছে মনোনয়নপত্র প্রত্যাহারের আবেদন ফরম জমা দেন।
এছাড়া বিকাল ৩টায় মনোনয়ন প্রত্যাহার করেন জাতীয় পার্টি মনোনীত প্রার্থী আবু তাহের ও স্বতন্ত্র প্রার্থী সিরাজুল ইসলাম।
সোনাগাজী উপজেলায় ভাইস চেয়ারম্যান পদে মাঠে রয়েছেন স্বতন্ত্র প্রার্থী সৈয়দ দীন মোহাম্মদ ও সাখাওয়াতুল হক বিটু-।