ঢাকা : ঢাকা বিশ্ব বিদ্যালয়ের সূর্যসেন হলে রবিবার বিকালে ছাত্র সমাবেশে ফেনী জেলা ছাত্রলীগের সাবেক যুগ্ম-সম্পাদক ও জার্মান আওয়ামীলীগ নেতা জামশেদ আলম রানা বলেন, জীবনের শেষ রক্তবিন্দু দিয়ে চেষ্টা করব জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আদর্শ বাস্তাবায়ন করতে। জাতির পিতার আদর্শ বাস্তবায়নে নিরলস ভাবে কাজ করব। বঙ্গবন্ধুর মত নেতা না হলে আমরা স্বাধীন স্বার্বভৌম বাংলাদের পেতাম না।
তিনি ছাত্রদের উদ্দেশ্য করে বলেন তোমরা নতুন প্রজন্ম যোদ্ধা, দেশের উন্নয়নে ও দেশের মানুষের ভাগ্য পরিবর্তনে বঙ্গবন্ধুর সু-যোগ্য কন্যা দেশনেত্রী শেখ হাসিনার হাত কে শক্তিশালী করতে তোমাদের কাজ করতে হবে। তোমরা তরুণ ও যুবসমাজের মাঝে বঙ্গবন্ধুর আদর্শের কথা জানাতে হবে।
উক্ত ছাত্র সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা বিশ্ব বিদ্যালয়ের শিক্ষক সমিতির সভাপতি ডাঃ এ এস এম মাকছুদ আলম, যুক্তরাজ্য অা’লীগ নেতা ও পিপলস এইড ইউকের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান জাহাঙ্গীর ফিরোজ প্রমুখ।