উখিয়ায় অস্ত্রসহ গ্রেফতার ১

চট্টগ্রাম ব্যুরো :

কক্সবাজার জেলার উখিয়া থানাধীন এলাকায় ০২ টি ওয়ানশুটারগান এবং ০৫ রাউন্ড গুলিসহ ০১ জন অস্ত্রধারী সন্ত্রাসীকে গ্রেফতার করেছে র‌্যাব-৭।

 

র‌্যাব প্রতিষ্ঠালগ্ন থেকে সমাজের বিভিন্ন অপরাধ এর উৎস উদ্ঘাটন, অপরাধীদের গ্রেফতারসহ আইন শৃংখলার সামগ্রিক উন্নয়নে নিরলসভাবে কাজ করে যাচ্ছে। র‌্যাবের প্রতিষ্ঠালগ্ন থেকে চাঁদাবাজ, সন্ত্রাসী, ডাকাত, খুনি, বিপুল পরিমান অবৈধ অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার, মাদক উদ্ধার, ছিনতাইকারী, অপহরণকারী ও প্রতারকদের গ্রেফতার করে সাধারণ জনগনের মনে আস্থা অর্জন করতে সক্ষম হয়েছে। এরই ধারাবাহিকতায় র‌্যাব-৭, চট্টগ্রাম এ বৎসর ০১ জানুয়ারি ২০১৭ হতে অদ্য ২২ ডিসেম্বর ২০১৭ ইং তারিখ পর্যন্ত সর্বমোট ২৯৪ টি বিভিন্ন ধরনের অস্ত্রসহ মোট ৪৫ টি ম্যাগাজিন এবং ৩,৪৬৬ রাউন্ড বিভিন্ন ধরনের গুলি/কার্তুজ উদ্ধারের পাশাপাশি ৬৮ লক্ষ ৮০ হাজার ৭৪১ পিস ইয়াবা ট্যাবলেট এর পাশাপাশি ২৬ হাজার ২৬১ বোতল ফেন্সিডিল, ১,৯১৩ বোতল বিদেশী মদ ও বিয়ার, ০৩ লক্ষ ৯২ হাজার ১৫০ লিটার দেশীয় তৈরী মদ, ৬৭৫ কেজি ২৮০ গ্রাম গাঁজা, ৩৬০ গ্রাম হেরোইন এবং ৪০০ গ্রাম আফিম উদ্ধার করেছে।

 

এরই ধারাবাহিকায় র‌্যাব-৭, চট্টগ্রাম গোয়েন্দা তথ্যের ভিত্তিতে জানতে পারে যে, কক্সবাজারের উখিয়া থানাধীন বালুখালী সিএন্ডবি পুরাতন অফিস এলাকায় কতিপয় অস্ত্রধারী সন্ত্রাসী এলাকায় সন্ত্রাসী কার্যকলাপ সৃষ্টির উদ্দেশ্যে অবস্থান করছে। উক্ত তথ্যের ভিত্তিতে অদ্য ২২ ডিসেম্বর ২০১৭ ইং তারিখ ২১৩০ ঘটিকার সময় মেজর মোঃ রুহুল আমিন এর নেতৃত্বে র‌্যাব-৭ এর একটি আভিযানিক দল বর্ণিত স্থানে অভিযান পরিচালনা করে আসামী মোঃ রশিদুল্লাহ (২৭), পিতা- মোঃ শফি, গ্রাম- চিংঢং, থানা- বুচিঢং, জেলা- আকিয়াব, দেশ- মায়ানমার’কে ০২ টি ওয়ানশুটারগান, ০৫ রাউন্ড গুলি (১২ বোর) এবং ০২ টি কিরিচসহ হাতেনাতে গ্রেফতার করে। উল্লেখ্য যে, গ্রেফতারকৃত আসামীকে জিজ্ঞাসাবাদে জানা যায়, সে লেদা শরণার্থী ক্যাম্পের বাসিন্দা এবং বিভিন্ন সময় উক্ত এলাকায় সন্ত্রাসী কার্যকলাপসহ রোহিঙ্গা শরণার্থী ক্যাম্পের লোকজনকে জিম্মি করে টাকা-পয়সা হাতিয়ে নেয়।

 

গ্রেফতারকৃত আসামী এবং উদ্ধারকৃত আলামত সংক্রান্তে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহনের নিমিত্তে আমর্স এ্যাক্ট, ১৮৭৮ এর ১৯-অ/(ভ)  এবং ফরেন এ্যাক্ট ১৯৮৬ এর ১৪ ধারা মোতাবেক কক্সবাজার জেলার উখিয়া থানায় হস্তান্তর করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *