মো. অালাউদ্দীন :
পবিত্র জশ্নে জুলুছে ঈদে মিলাদুন্নবী (দঃ) উদ্যাপন ও হযরত শায়খ ছৈয়্যদ গাউছুল আজম (রাঃ) এর স্মরণে মুুনিরীয়া যুব তবলীগ কমিটি বাংলাদেশ এর উদ্যোগে ২৫ ডিসেম্বর সোমবার চট্টগ্রাম লালদীঘি ময়দানে অনুষ্ঠিতব্য ঐতিহাসিক গাউছুল আজম কনফারেন্স’র প্রচারের লক্ষ্যে আজ শনিবার এক বর্ণাঢ্য মোটর সাইকেল র্যালী অনুষ্ঠিত হয়েছে।
পবিত্র ফাতেহা শরীফ পাঠ করে শুরু হওয়া এ মোটর সাইকেল র্যালীটি রাউজান কলেজ থেকে শুরু হয়ে পাহাড়তলী, কাপ্তাই রোড দিয়ে নোয়াপাড়া, কুয়াইশ, অক্সিজেন হয়ে চট্টগাম বিশ^বিদ্যালয় গেইট হয়ে রাঙ্গামাটি রোড দিয়ে রাউজান সদর হয়ে কাগতিয়া এশাতুল উলুম কামিল এম. এ. মাদরাসা ময়দানে এসে শেষ হয়। এ সময় মোটর সাইকেল আরোহীরা রাস্তার দু’পাশে দাড়িয়ে থাকা জনতার হাতে লিপলেট বিতরণ করে কনফারেন্সের দাওয়াত দেন।
এ অভিনব মোটর সাইকেল র্যালীর মাধ্যমে গাউছুল আজম কনফারেন্স এর প্রচারনায় গ্রাম ও নগরের বিশাল এলাকা জুড়ে জনগণের মাঝে ব্যাপক সাড়া জাগিয়েছে।