ফেনীর জনপ্রতিনিধিদের পক্ষ থেকে জেলা প্রশাসককে বিদায়ী সংবর্ধনা

 

ফেনী প্রতিনিধিঃ ফেনী জেলা প্রশাসক মোঃ আমিন উল আহসানকে বিদায়ী সংবর্ধনা দিয়েছেন জেলার সকল জনপ্রতিনিধিরা।সোমবার দুপুরে শহরের ডি এম কমিউনিটি সেন্টারে অনুষ্ঠিত সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ফেনী-২ আসনের সংসদ সদস্য ও জেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক নিজাম উদ্দিন হাজারী।

ফেনী জেলা পরিষদ চেয়ারম্যান আজিজ আহমেদ চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন সংরক্ষিত মহিলা আসনের এমপি জাহানারা বেগম সুরমা,জেলা পুলিশ সুপার এস এম জাহাঙ্গীর আলম সরকার,ফেনী সদর উপজেলা চেয়ারম্যান আব্দুর রহমান বিকম।

বক্তব্য রাখেন পরশুরাম উপজেলা চেয়ারম্যান কামাল উদ্দিন মজুমদার, সোনাগাজী উপজেলা জেড. এম. কামরুল আনাম,ফুলগাজী উপজেলা চেয়ারম্যান মোঃ আব্দুল আলীম, সোনাগাজী পৌরসভার মেয়র রফিকুল ইসলাম খোকন, দাগনভূঞা উপজেলা ভাইস চেয়ারম্যান জয়নাল আবদীন মামুন,ফেনী সদরের ছনুয়া ইউপি চেয়ারম্যান করিম উল্যাহ বিকম, ফেনী পৌরসভার প্যানেল মেয়র আশ্রাফুল আলম গীটার, জেলা পরিষদের সদস্য নুরুল আবসার আপন, সোনাগাজী সদর ইউপি চেয়ারম্যান সামছুল আরেফিন, পরশুরামের বক্সমাহমুদ ইউপি চেয়ারম্যান জাকির হোসেন পাটোয়ারি, ফুলগাজীর আনন্দপুর ইউপি চেয়ারম্যান হারুন মজুমদার, জায়লস্কর ইউপি চেয়ারম্যান মামুনুর রশিদ মিলন,ছাগলনাইয়ার মহামায়া ইউপি চেয়ারম্যান গরিব শাহ হোসেন বাদশা চৌধুরী।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *