বাসস :
সরকারি কর্মকর্তাদের সেবার মনোভাব নিয়ে জনগণের পাশে থেকে কাজ করার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
রাজধানীর শাহবাগে বাংলাদেশ সিভিল সার্ভিস প্রশাসন একাডেমিতে আইন এবং প্রশাসন কোর্সের সমাপনী অনুষ্ঠানে দেয়া ব্ক্তব্যে তিনি একথা বলেন। এর আগে প্রধানমন্ত্রী ১০২তম ও ১০৩তম আইন এবং প্রশাসন কোর্সের সম্পন্নকারীদের হাতে সনদ তুলে দেন। শুভাশীষ ঘোষ ও মুঈনুল হাসানকে র্যাক্টর অ্যাওয়ার্ড প্রদান করেন প্রধানমন্ত্রী।
প্রধান অতিথির বক্তব্যে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, বাঙালির যা কিছু অর্জন জাতির পিতার হাত ধরেই এসেছে। সরকারের ধারাবাহিকতা বজায় থাকলে দেশের উন্নয়ন হয় উল্লেখ করে প্রধানমন্ত্রী আরো বলেন, ২০২১ সালের মধ্যম আয়ের দেশে পরিণত করতে কাজ করছে আওয়ামী লীগ সরকার।