ফেনী প্রতিনিধি :
ফেনী সদর উপজেলার বালিগাঁও ইউনিয়নের যুবলীগের সিনিয়র সহ-সভাপতি মীর হোসেন পাটোয়ারী মিরুকে (৩৪) কুপিয়ে ও পিটিয়ে হত্যার চেষ্টা করেছে দূর্বৃত্তরা। সোমবার দুপুরে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের লালপুল কাতালিয়া সড়কের মাথায় এ ঘটনা ঘটে।
স্থানীয়রা জানায়, ওই দিন দুপুরে মীর হোসেন মীরু মোটর সাইকেল যোগে বাড়ী যাওয়ার পথে পূর্ব থেকে ওৎ পেতে থাকা দূর্বৃত্ত্বরা গতিরোধ করে। এসময় তাকে ধারালো অস্ত্র-স্টিলের পাইপ দিয়ে কুপিয়ে ও পিটিয়ে মারাত্মক জখম করে। তাঁর শোর চিৎকারে স্থানীয়রা এগিয়ে এলে দূর্বৃত্ত্বরা পালিয়ে যায়। পরে তাকে উদ্ধার করে আধুনিক ফেনী সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
আহত মীরু জানায়, ছাত্রলীগ নামধারী হিরা, রানা, সালাহ উদ্দিনসহ ৫/৬ জন সন্ত্রাসী ঘেরাও করে কুপিয়ে ও পিটিয়ে আহত করে। এ বিষয়ে থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।