সোনাগাজী আওয়ামীলীগের সম্মেলন: সভাপতি- সাধারন সম্পাদক পদে প্রার্থী যারা

সাইফুল আলম হিরন, সোনাগাজী :
সোনাগাজী উপজেলা আ’লীগের কমিটি গঠন নিয়ে ইতিমধ্যে দোড় ঝাঁপ শুরু হয়ে গেছে। উপজেলা আ’লীগের কমিটিতে পদ প্রার্থীরা ইতিমধ্যে উপজেলা, জেলা ও কেন্দ্রীয় নেতাদের সাথে যোগাযোগ শুরু করে দিয়েছেন। যে যার পছন্দ মতো প্রার্থী পক্ষে সাপাই গেয়ে দলীয় সমর্থন আদায়ের প্রচেষ্টা অব্যাহত রেখেছেন।

অন্য দিকে সামাজিক যোগাযোগ মাধ্যেমে পদে থাকা নেতাদের অপকমের্র চিত্র তুলে ধরে বিষোদাগার করে যাচ্ছেন। এদিকে আগামী ১৬ অক্টোবরের সম্মেলনকে কেন্দ্র করে সোনাগাজী উপজেলা জুড়ে সৃষ্টি হয়েছে নানান জল্পনা -কল্পনা। চায়ের দোকান থেকে শুরু করে বিভিন্ন স্থানে চলছে আলোচনা -সমালোচনা।

সোনাগাজী উপজেলা আ’লীগের সভাপতি -সম্পাদক পদে দৌড়াচ্ছে ১৩ জন । পদ পেতে কেউ দৌড়াচ্চ্ছে নিজাম উদ্দিন হাজারীর পেছনে, কেউ দৌড়াচ্ছে আলাউদ্দিন চৌধুরী নাছিমের পেছনে, কেউ দৌড়াচ্ছে রাজধানীর ধানমন্ডি আ’লীগ কার্যালয়ে। কেউ দৌড়াচ্ছে ওবায়দুল কাদেরের পেছনে। কেউ -আবার দৌড়াচ্ছে চট্টগ্রামের মেয়র নাছিরের পেছনে।

সভাপতি -সম্পাদক পদে ১৩ জনের মধ্যে ৭ জন সভাপতি হতে চান। ৭ জন সভাপতি পদে দৌড়ালেও পাল্লা ভারি সাবেক সভাপতি রুহুল আমিনের । সভাপতি পদে আরেক শক্ত প্রার্থী ভারপ্রাপ্ত সভাপতি অধ্যাপক মফিজ ও সাবেক সভাপতি কামরুল আনাম । অন্য প্রাথীরা হলেন- জসিম উদ্দিন, শেখ সেলিম ও এম এ মজিদ ভুলু মিয়া। সভাপতি পদে দলিয় নেতাকর্মীদের পছন্দের প্রার্থীর তালিকায় রয়েছেন-বর্তমান উপজেলা চেয়ারম্যান জহির উদ্দিন মাহমুদ লিপটন।

সাধারণ সম্পাদক পদে ৬ জনের নাম শুনা যাচ্ছে। ৫ জনের মধ্যে বর্তমান সাধারণ সম্পাদক খোকন পদে বহাল থাকার সম্ভবনা বেশী। অন্য প্রার্থীরা হলেন-বর্তমান উপজেলা আ’লীগের যুগ্ন সাধারণ সম্পাদক জহিরুল আলম,– ফয়েজুল ইসলাম সেলিম, শাখাওয়াত হোসেন বিটু, রবিউজ্জামান বাবু। এছাড়াও আলোচনা আছেন সাংগঠনিক সম্পাদক- সলিম উল্যাহ সেলিম ও প্রচার সম্পাদক- সৈয়দ দীন মোহাম্মদ। নাম প্রকাশে অনিচ্ছুক এক নেতা জানান, প্রার্থীরা ইতিমধ্যে ওবায়দুল কাদের,আলাউদ্দির চৌধুরি নাসিম এবং নিজাম হাজারীর কাছেও অনেকে নিয়মিত হাজিরা দিয়ে যাচ্ছেন।

উপজেলা আলীগের যুগ্ন-সাধারণ সম্পাদক জহিরুল আলম জহির জানান, সোনাগাজী উপজেলা আ’লীগের কমিটি ঘটনে সৎ-যোগ্য শিক্ষিত ত্যাগী নতুন-পুরাতনের প্রাদান্য দেওয়া উচিত। কোনো সুবিধা-ভোগী, নেশা-খোর, হাইব্রীড এবার কমিটিতে স্থান পাবে না বলে আমরা মনে করি।

সম্মেলনের বিষয়ে জানতে চাইলে সোনাগাজী উপজেলা আ’লীগের সাধারণ সম্পাদক এ্যাডভোকেট রফিকুল ইসলাম খোকন বলেন, আমাদের বহু কাংঙ্খিত সম্মেলন আগামী ১৬ অক্টোবর সোনাগাজী পাইলট হাইস্কুল মাঠে অনুষ্ঠিত হতে যাচ্ছে। ইতিমধ্যে আমাদের প্রস্তুতি সম্পন্ন হয়েছে। নেতা-কর্মীরা যাকে চান তিনি হবেন আগামী দিনের কান্ডারী।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *