মাটিরাঙ্গায় কমিউনিটি পুলিশিং এর প্রতিষ্ঠাবার্ষিকী পালিত



আব্দুর রহিম,খাগড়াছড়ি :


খাগড়াছড়ির মাটিরাংগায় আজ সকাল ১০টা থেকে কমিউনিটি পুলিশিং ডে-২০১৭ উপলক্ষে বর্ণাঢ্য র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে

পুলিশ জনগনের বন্ধু, জনগনের সাথে দূরত্ব রেখে পুলিশ কখনো তার দায়িত্বে সফল হতে পারবেনা। যদি আপনারা পুলিশকে সহযোগিতার হাত বাড়িয়ে দেন, তবেই আমরা আপনাদের দোরগোড়ায় সেবা পৌঁছে দিতে পারবো। আপনার সমাজ, আপনার এলাকার যেখানেই অন্যায় অত্যাচার হবে আপনারা আমাদেরকে অবহিত করুণ। বাল্যবিবাহ, মাদক, ধর্ষন সমাজ থেকে নির্মূল করতে হলে আপনাদের সহযোগিতার হাত বাড়িয়ে দিতে হবে। আমি কথা দিচ্ছি অপরাধিদিরা যতই শক্তিশালী হোকনা কেন, তাদেরকে একবিন্দু ছাড় দেয়া জবেনা বল্লন, সিনিয়র সহকারী পুলিশ সুপার তৌফিকুল ইসলাম।

অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে মেয়র মো. সামসুল হক বলেন, কমিউনিটি পুলিশকে ভাতার আওতায় আনতে হবে তবেই তাদেরকে জবাব দিহিতার আওতায় আনা সম্ভব। আপনারা যে যে অবস্থানে আছেন সেখান থেকে সমাজের শান্তি শৃঙ্খলা রক্ষার জন্য অপরাধিদেরকে শনাক্ত করতে কমিউনিটি পুলিশকে সহযোগিতা করুন।

এ সময় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিনিয়র  সহকারি পুলিশ সুপার তৌফিকুল ইসলাম, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সৈয়দ মো. জাকির হোসেন, ভারপ্রাপ্ত কর্মকর্তা মাটিরাংগা থানা। এম এম জাহাঙ্গীর আলম, সভাপতি মাটিরাংগা প্রেসক্লাব। রইস উদ্দিন, সাবেক জেলা মুক্তিযোদ্ধা কমান্ড।এছাড়াও স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ, শিক্ষক সমাজ, সুশীল সমাজের নেতৃবৃন্দ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *