ফেনী প্রতিনিধিঃ ফেনীতে জামায়াত নিয়ন্ত্রিত আল জামেয়াতুল ফালাহিয়া কামিল মাদ্রাসায় বুধবার দুপুরে ছাত্রলীগ-শিবির সংঘর্ষে পৌর কাউন্সিলরসহ ৯ জন আহত হওয়ার ঘটনায় মামলা দায়ের করা হয়েছে।বৃহস্পতিবার দুপুরে পৌর ছাত্রলীগের সাধারণ সম্পাদক সাহেদ আকবর অভি বাদী হয়ে ২৯ জন নেতা-কর্মীর নাম উল্লেখ করে ফেনী মডেল থানায় মামলা দায়ের করা হয়। পুলিশ ওই মামলায় তিনজনকে গ্রেপ্তার করেছে।
প্রত্যক্ষদর্শী সূত্র জানায়, বুধবার দুপুরে আল জামেয়াতুল ফালাহিয়া কামিল মাদ্রাসায় ছাত্রলীগ আয়োজিত সম্মেলন শেষে যাওয়ার পথে শিবির কর্মীরা পূর্বপরিকল্পিতভাবে ছাত্রলীগের উপর ইটের পাটকেল নিক্ষেপ করতে থাকে। এতে ছাত্রলীগ ও শিবির কর্মীদের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। এ ঘটনায় ফেনী পৌরসভার ১০নং ওয়ার্ডের কাউন্সিলর ও আওয়ামী লীগ নেতা মাহতাবউদ্দিন মুন্না, ফেনী পৌর ছাত্রলীগের সভাপতি ইয়াছিন আরাফাত রাজু ও সাধারণ সম্পাদক সাহেদ আকবর অভি, ছাত্রলীগ কর্মীসহ সাত জন আহত হয়। এসময় শিবিরের দুই কর্মীও আহত হয়।
খবর পেয়ে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে লাঠিচার্জ করে। পুলিশ ঘটনাস্থল থেকে মাওলানা মির হোসেন (৩৭), আজহার উদ্দিন নাজিম(২৮) ও মেহেদি হাসান নামে জামায়াত-শিবিরের তিন কর্মীকে আটক করে।
ফেনী মডেল থানার ওসি রাশেদ খান চৌধুরী থানায় মামলা দায়েরের সত্যতা নিশ্চিত করে বলেন, আটককৃতদের মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে। প্রসঙ্গত; ফালাহিয়া কামিল মাদ্রাসায় দীর্ঘদিন ধরে শিবিরের দূর্গ হিসেবে পরিচিত। ১৩ডিসেম্বর বুধবার ছাত্রলীগের প্রথমবারের মতো মাদ্রাসায় সম্মেলন করে।