ওমানে অা’লীগের সাধারন সম্পাদক অাজমগীর’র মায়ের স্মরণ সভা অনুৃষ্ঠিত

 

মোঃ আজমগীর ওমান থেকে :

বাংলাদেশ আওয়ামীলীগ ওমান আল বরকা শাখার উদ্যোগে স্মরণ সভা অনুষ্ঠিত  হয়। বাংলাদেশ আওয়ামীলীগ ওমান আল বরকা শাখার   ভারপ্রাপ্ত সাধারন সম্পাদক মোঃ আজম গীর মাতা মরহুমা মাবিয়া বেগমের মাগফিরাত কামনায় এ স্মরন সভা অনুষ্ঠিত হয়।।

এতে অতিথী হিসেবে উপস্থিত ছিলেন বাংলদেশ আওয়ামীলীগ ওমান আল বরকা শাখার প্রধান উপদেষ্টা আলহাজ্ব নাছের উদ্দিন  চৌধুরী । অারো উপস্থিত ছিলেন, মো. কামাল , বাবু মিলন, সভাপতি মোঃ আনোয়ার, সহ সভাপতি মোঃ সালাউদ্দিন, সহ সভাপতি অনিক, যুগ্ম  সাধারন সম্পাদক মনির, সংগঠক সম্পাদক মনির হোসেন, সরোয়ার, অর্থ সম্পাদক বাবু সুকুমার, দপ্তর সম্পাদক সুজন, ফারুক রায়হান প্রমুখ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *