সোনাগাজীতে ” মুক্তিযোদ্ধা খাজা অাহম্মদ স্মৃতি বৃত্তি পরীক্ষা ” অনুৃষ্ঠিত – বাংলারদর্পন 

ফেনী প্রতিনিধি : ফেনীর সোনাগাজীতে “বীর মুক্তিযোদ্ধা মরহুম  খাজা অাহম্মদ স্মৃতি বৃত্তি পরীক্ষা ২০১৭ ” অনুৃষ্ঠিত হয়েছে।  

সোনাগাজী মডেল একাডেমির সার্বিক সহযোগীতায় সোনাগাজী মো. ছাবের সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় কেন্দ্রে শুক্রবার সকালে পরীক্ষা অনুষ্ঠিত হয়।

পরীক্ষার হল পরিদর্শন করেন কেন্দ্রীয় অাওয়ামীলীগ নেতা জহির উদ্দিন মাহমুদ লিপটন, পৌর মেয়র এডভোকেট রফিকুল ইসলাম খোকন, উপজেলা অা’লীগের সহ সভাপতি প্রফেসর মফিজুল হক, জেলা পরিষদের সদস্য ফারুক হোসেন, সোনাগাজী প্রেসক্লাব’র সভাপতি সৈয়দ মনির অাহমদ , চর ছান্দিয়া ইউপি চেয়ারম্যান মোশারফ হোসেন মিলন,  প্যানেল মেয়র শেখ কলিম উল্যাহ রয়েল, কাউন্সিলর শেখ আবদুল হালিম মামুন, সাখাওয়াত হোসেন অালাউল, পৌর অা’লীগের সভাপতি ইমাম উদ্দিন সেলিম পাটোয়ারী,  সোনাগাজী ছাবের পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক জয়নুল অাবেদীন, মডেল একাডেমির পরিচালক গোলাম মাওলা, ফিলিপ,  সহ স্থানীয় জনপ্রতিনিধি,  সাংবাদিক, মুক্তিযোদ্ধা ও গন্যমান্য ব্যাক্তিবর্গ।

পরীক্ষা শেষে গনমাধ্যম কর্মীদের বৃত্তির বিষয়ে অবহিত করেন জহির উদ্দিন মাহমুদ লিপটন। তিনি বলেন, মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক, তাঁর পিতা মুক্তিযোদ্ধা মরহুম খাজা অাহম্মদ এর নামানুসারে বৃত্তির নামকরণ করা হয়েছে।

সাগরস্নাত সম্বাবনাময় সোনাগাজীর শিক্ষার্থীদের মেধা বিকাশে প্রতিবছর “খাজা অাহম্মদ বৃত্তি পরীক্ষার’ অায়োজন করা হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *