রাণীনগরে গৃহবধুর ঝুলন্ত লাশ উদ্ধার

এ বাসার(চঞ্চল) ,নওগাঁ প্রতিনিধি:-নওগাঁর রাণীনগরে মৌসুমি আক্তার সুমি (২৩) নামের এক ৮ মাসের অন্ত:সত্বা গৃহবধুর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। শনিবার দুপুরে উপজেলার একডালা গ্রাম থেকে ওই গৃহবধুর লাশ উদ্ধার করা হয় ।
জানা গেছে, উপজেলার একডালা গ্রামের জিয়াউর রহমানের স্ত্রী মৌসুমি আক্তার মেলা উপলক্ষ্যে একই উপজেলার বড়গাছা গ্রামে বাবার বাড়ীতে যাবার বায়না ধরে। অন্ত:সত্বা হওয়ার কারনে স্বামী জিয়াউর রহমান আপত্তি জানালে উভয়ের মধ্যে মনোমালিন্ন্য বাধে।

শুক্রবার রাতে এক সাথে খাবার খেয়ে ঘুমিয়ে পড়লে মধ্য রাতে স্বামী জিয়াউর রহমান তার স্ত্রী বিছানায় নেই দেখে খোঁজা-খুজি শুরু করে। এক পর্যায়ে পাশর্^বর্তী ঘরের জানালা দিয়ে দেখতে পায় স্ত্রী মৌসুমির ঝুলন্ত লাশ। পরে আতœীয়-স্বজনদের ওই রাতেই গৃহবধুর আতœহত্যার খবর দেয়া হয়। খবর পেয়ে থানা পুলিশ গতকাল শনিবার দুপুরে ঘটনাস্থলে পৌছে ঘরের তীরের সাথে রশি দিয়ে গলায় ফাঁস লাগানো অবস্থায় ঝুলন্ত লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য নওগাঁ সদর হাসপাতালের মর্গে প্রেরণ করা হয়।
স্বামী জিয়াউর রহমানের ভাতিজা ও ইউপি সদস্য ইউনুছ আলী সবুজ জানান, অন্ত:সত্বা অবস্থায় বাবার বাড়ীতে যেতে না দেয়ার জে¦র ধরে অভিমান করে গলায় রশি দিয়ে আতœহত্যা করেছে।
এব্যাপারে মৌসুমির ফুপাতো ভাই আলহাজ্ব হাফিজুর রহমান বাচ্চু জানান, আমাদের জানা মতে স্বামী স্ত্রীর মধ্যে কোনরুপ দন্দ ছিল না। কিন্তু হঠাৎ করেই শুক্রবার গভীর রাতে তার আতœহত্যার খবর পেয়েছি । ময়না তদন্ত হলেই বোঝা যাবে আসলে কি ঘটেছে।
মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই জহুরুল ইসলাম জানান, ঘটনাস্থল থেকে দুই পা মাটিতে ঠেকা অবস্থায় শয়ন ঘরের পাশের ঘরের তীরের সাথে গলায় রশি লাগানো ঝুলন্ত অবস্থায় লাশ উদ্ধার করা হয়েছে। মৃত্যের শরীরে কোথাও কোন আঘাতের চিহ্ন নেই। এঘটনায় থানায় একটি ইউডি মামলা দায়ের করা হয়েছে বলে জানা গেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *