মোঃ আফজাল হোসেন ,দিনাজপুর প্রতিনিধি:
দিনাজপুরের হাকিমপুর উপজেলা শাখা জাতীয় পার্টির দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত ।
গতকাল শনিবার দুপুরে হাকিমপুর উপজেলা পরিষদের হল রুমে আয়োজিত ওই সম্মেলনে সভাপতিত্ব করেন, জাতীয় পার্টি হাকিমপুর উপজেলা শাখার আহবায়ক মাহমুদুল ইসলাম চৌধুরী।
এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন, জাতীয় পার্টির কেন্দ্রীয় কমিটির ভাইস চেয়ারম্যান ও দিনাজপুর জেলা শাখার সভাপতি আলহাজ দেলোয়ার হোসেন। বক্তব্য দেন, কেন্দ্রিয় কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক ও দিনাজপুর জেলা শাখার সাধারণ সম্পাদক আহমেদ শফি রুবেল, জেলা শাখার সহ-সভাপতি আজিজুর রহমান,এ্যাডভোকেট নুরুল ইসলাম, সহ-সাধারণ সম্পাদক এ্যাডভোকেট জুলফিকার হোসাইনসহ অনেকে।
সম্মেলন শেষে আজিজুর রহমানকে সভাপতি ও আবুল কাশেম আজাদকে সাধারণ সম্পাদক মনোনিত করে জাতীয় পার্টি হাকিমপুর উপজেলা শাখার নতুন কমিটি গঠন করা হয়।