নান্দাইলে চারটি রাস্তা পাকাকরনের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন এমপি তুহিন – বাংলারদর্পন 

 

এস.এ. রুহুল আমিন,ময়মনসিংহ :

সোমবার ৪ ডিসেম্বর ২০১৭ ইং ময়মনসিংহের নান্দাইলে চারটি গুুরুত্বপূর্ণ রাস্তা পাকাকরনের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন সাংসদ আনোয়ারুল আবেদীন খান তুহিন এমপি। এ সময় উপজেলা প্রকৌশলী আবুল খায়ের মিয়া,৪ নং চন্ডীপাশা ইউপি চেয়ারম্যান এমদাদুল হক ভূইয়া, ১২ নং জাহাঙ্গীরপুর ইউপি চেয়ারম্যান আবুল কালাম মন্ডল, জাহাঙ্গীরপুর ইউনিয়ন আওয়ামীলীগ সভাপতি মাহমুদুল হাসান হুমায়ুন মাস্টার, সাধারণ সম্পাদক কামাল উদ্দিন মন্ডল, চন্ডীপাশা ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি, সম্পাদক সহ সংশ্লিষ্ট ইউনিয়ন আওয়ামীলীগ ও সহযোগি সংগঠনের নেতৃবৃন্দ ও মান্যগণ্য ব্যক্তিবর্গ উপস্তিত ছিলেন।

 

রাস্তা চারটি হলঃ

চন্ডীপাশা ইউনিয়নের বাঁশাটি আরএন্ডএইচ -মিশ্রিপুর জিপিএস ভায়া বীরঘোষপালা রাস্তা।

চন্ডীপাশা ইউনিয়নের খালপাড় -নান্দাইল চৌরাস্তা পর্যন্ত রাস্তা পাকাকরন।

রাজগাতী ইউনিয়নের রাজগাতী ইউপি -ধরগাঁও বাজার ভায়া আমলিতলা বাজার সড়ক উন্নয়ন। ও

জাহাঙ্গীরপুর ইউনিয়নের নান্দাইল – জাহাঙ্গীরপুর সড়ক হইতে রায়পাশা জিপিএস সড়ক উন্নয়ন।।

 

স্থানীয় সরকার প্রকৌশলীর অর্থায়নে প্রায় দুই কোটি টাকা ব্যয়ে এই চারটি রাস্তা আগামী মার্চ /২০১৮ এর মধ্যে পাকাকরনের কাজ সমাপ্ত হবে বলে আশা করা হচ্ছে। এতে এলাকাবাসী খুশি হয়ে এমপি তুহিন কে ধন্যবাদ জানিয়েছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *