চট্টগ্রাম ব্যুরো__: র্যাব-৭, চট্টগ্রাম গোপন সংবাদের মাধ্যমে জানতে পারে যে, চট্টগ্রাম মহানগরীর চকবাজার থানাধীন ১০৬৭/এ বাদুরতলা, মাজারগেইট, মেসার্স রেজাউল এন্ড সন্স বিএসটিআই এর লাইসেন্স ব্যাতিরেকে নোংরা ও অস্বাস্থ্যকর পরিবেশে ভেজাল ঘি উৎপাদন করে বাজারজাত করছে। উক্ত সংবাদের ভিত্তিতে অদ্য ০৪ ডিসেম্বর ২০১৭ ইং তারিখ ১৪০০ ঘটিকা হতে ১৫০০ ঘটিকা পর্যন্ত সিনিঃ এএসপি মিমতানুর রহমান (র্যাব ফোর্সেস সদর দপ্তর এর বিজ্ঞ নির্বাহী ম্যাজিষ্ট্রেট জনাব মোঃ আনিসুর রহমান এবং নিখিল রায়, ফিল্ড অফিসার, বিএসটিআই, চট্টগ্রাম এর সহায়তায়) এর নেতৃত্বে বর্ণিত স্থানে মোবাইল কোর্ট পরিচালানা করে ৩০০ কেজি ভেজাল ঘি জব্দসহ মেসার্স রেজাউল এন্ড সন্স এর মালিক মোঃ চপল হোসেন (২৮), পিতা- রেজাউল করিম, ১০৬৭/এ বাদুরতলা, মাজারগেইট, সিএমপি, চট্টগ্রাম’কে বিএসটিআই অধ্যাদেশ (৩৭) ১৯৮৫ (সংশোধনী ২০০৩) এর ২৪ ধারা ও ভোক্তা অধিকার সংরক্ষন আইন ২০০৯ এর ৫২ ধারা মোতাবেক ০১ লক্ষ ৫০ হাজার টাকা জরিমানা করা হয় (মামলা নং-৮৯, ৯০/২০১৭, তারিখঃ ০৪/১২/২০১৭)। জব্দকৃত ৩শ কেজি ভেজাল ঘি বিজ্ঞ নির্বাহী ম্যাজিষ্ট্রেটের উপস্থিতিতে ধ্বংস করা হয়েছে। আদায়কৃত জরিমানার অর্থ সরকারি কোষাগারে জমা করা হয়েছে।
আদায়কৃত জরিমানার অর্থ সরকারী কোষাগারে জমা করা হয়েছে।