রাণীনগর : নওগাঁর রাণীনগর উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়ােজনে কালীগ্রাম ইউনিয়নের সিঙ্গারপাড়া ব্লকে রােপা-আমন ধানের নমুনা শস্য কর্তন অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। বুধবার সকালে উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ এসএম গােলাম সারওয়ার এর সভাপতিত্বে শস্য কর্তন অনুষ্ঠানে বক্তব্য রাখেন, উপজেলা নির্বাহী অফিসার সােনিয়া বিনতে তাবিব, ভাইস চেয়ারম্যান হারুনুর রশিদ, মহিলা ভাইস চেয়ারম্যান ছনিয়া ইসলাম, পরিসংখ্যান অফিসার (ভারপ্রাপ্ত) হারুন অর রশিদ প্রমুখ।
চলতি রােপা-আমন মৌসুমে উপজেলার ৮ টি ইউনিয়নে ১৬ হাজার ৮০ হেক্টর জমিতে রােপা-আমন ধান চাষ করা হয়েছিল। এর মধ্যে আগষ্টের বন্যায় লােকালয়ে পানি প্রবেশ করাই ৮ টি ইউনিয়নের রােপা-আমন ধানের প্রায় ৮ হাজার ৬ শ’ ৫০ হক্টর জমির সমুদয় ধান পঁচে নষ্ট হলেও বন্যার পানি দ্রুত কমার কারণ উঁচু জমির রােপণকৃত প্রায় ৭ হাজার ৭ শ’ ৩০ হেক্টর শেষ রক্ষা পাওয়া ধানের বাম্পার ফলনের আশা করছেন স্থানীয় কৃষি বিভাগ।