রেজাউল করিম, সিরাজগঞ্জঃ
সিরাজগঞ্জের বেলকুচি উপজেলার ভাঙ্গাবাড়ী ও ধুকুরিয়াবেড়া ইউনিয়নে হোপ প্রকল বাস্তবায়নে বহির্ভুত বিদ্যালয় ও প্রতিবন্ধী শিশুদের প্রতি সকল প্রকার বৈষম্য দূরীকরণ, তাদের প্রাথমিক শিক্ষা নিশ্চিত করন এবং পুনর্বাসনের লক্ষে সেভ দ্য চিলড্রেন এর আর্থিক এবং কারিগরি সহযোগীতায় ভিলেজ এডুকেশন রিসোর্স সেন্টার হোপ বাংলাদেশের আয়োজনে মঙ্গলবার দুপুরে ভিলেজ এডুকেশন রিসোর্স সেন্টার (ভার্ক) ও সেভ দ্য চিলড্রেন এর আয়োজনে বেলকুচি উপজেলা অডিটোরিয়ামে শিশুদের বৈষম্য দূরীকরণ, গুণগত শিক্ষা নিশ্চিত করার লক্ষ্যে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
উক্ত মতবিনিময় সভায় বেলকুচি উপজেলা নির্বাহী অফিসার ওলিউজ্জামানের সভাপতিত্বে মতবিনিময় সভায় বক্তব্য রাখেন, বেলকুচি প্রেসক্লাবের সভাপতি আলহাজ গাজী সাইদুর রহমান, উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার ফজলুল রহমান, ভার্ক এর শিক্ষা পরিচালক মঈনুল ইসলাম, সেভ দ্য চিলড্রেন প্রতিনিধি ফরিদুল জুলফিকার, হোপ প্রকল্পের উপজেলা সমন্বয়কারী আবু তালেব মিয়া, ধুকুরিয়াবেড়া ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান শাহ আলম মন্ডল, ভাঙ্গাবাড়ী ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান সলিলুর রহমান, শিক্ষক প্রতিনিধি আশরাফুল আলম তালুকদার আলপু, হোপ প্রকল্পের টেকনিক্যাল অফিসার এসএম মিজানুর রহমান, বিজয় কেরকেটা, শিশু ফোরামের সদস্য নাসরিন খাতুন,সজিব ব্যাপারী বাঙ্গাবাড়ী ইউনিয়নের সদস্য নুরুল ইসলাস মন্ডল ও শাহ আলম মন্ডল প্রমুখ।