বুলবুলের অপপ্রচার: এবার ধরা খেলেন নিজেরই স্ত্রীর কাছে | বাংলারদর্পন

নিউজ ডেস্ক :

চলছে রাজশাহী সিটি কর্পোরেশন নির্বাচন। অবাধ, সুষ্ঠু ও অংশগ্রহণমূলক নির্বাচন হচ্ছে। মেয়র পদপ্রার্থী থেকে শুরু করে কাউন্সিলর- সবাই এক উৎসবমুখর পরিবেশে ভোট পর্যবেক্ষণ করছে। মানুষের সাচ্ছন্দ্যপূর্ণ অংশগ্রহণ যেন উৎসবের মাত্রা আরো বাড়িয়ে দিয়েছে। কিন্তু এত উৎসবের ভিড়েও থেমে নেই অপপ্রচার আর নোংরা রাজনীতির পাঁয়তারা।

রাজশাহীর উপশহরে স্যাটেলাইট টাউন হাই স্কুল কেন্দ্রে ভোট দিতে গিয়ে ধানের শীষের প্রার্থী মোসাদ্দেক বুলবুল দাবি করেন, তার ভোট নাকি আগেই দেয়া। অথচ সেখানে উপস্থিত সাংবাদিক বা গণমাধ্যম ব্যক্তিত্ব কাউকেই তিনি তার বক্তব্যের সপক্ষে প্রমাণ দেখতে পারেন নি। কেন্দ্রে উপস্থিত প্রিজাইডিং অফিসার এবং পোলিং এজেন্টরাও বুলবুলের এমন কাণ্ডে অবাক বনে যান। তারা প্রশ্ন করেন, এমন অপপ্রচারের উদ্দেশ্য কি?

ভোটের সার্বিক পরিস্থিতি নিয়ে হাসির মাধ্যমে সন্তোষ প্রকাশ করেছেন বুলবুল কন্যা

এই ঘটনার কিছুক্ষণ পূর্বেই বুলবুলের স্ত্রী একই কেন্দ্রে ভোট দিয়ে যান। ভোট পরবর্তী প্রতিক্রিয়ায় তিনি ভোট সুষ্ঠু হচ্ছে বলে জানান গণমাধ্যম কর্মীদের। নিজের স্ত্রীরই সমর্থন পাচ্ছেন না বুলবুল অপপ্রচারের ক্ষেত্রে। এর আগে মাদক সম্রাজ্ঞী লিজার সাথে নির্বাচনী প্রচারণা চালিয়ে ব্যাপক সমালোচনার মুখে পড়েন বুলবুল। অনেক বিএনপি কর্মী নির্বাচনের আগে বুলবুলকে সমর্থন দেয়া থেকে নিজেদের গুটিয়ে নেন।

নির্বাচনকে ঘিরে বুলবুলের এমন অপপ্রচার অবশ্য নতুন কিছু নয়। কিছুদিন আগেই তিনি নিজের আহত হওয়ার ছবি দিয়ে ক্যাপশন জুড়ে দেন তাকে গুলি করা হয়েছে। অথচ এর কিছুক্ষণ পরই বুলবুলকে চায়ের দোকানে বসে থাকতে দেখা যায়। অনুসন্ধানে জানা যায়, পোস্ট করা ছবিটি ২ বছরের আগের।

এভাবেই নির্বাচনে নিশ্চিত পরাজয় জেনে অপপ্রচারের বহর নিয়ে বসেছেন মোসাদ্দেক হোসেন বুলবুল।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *