বগুড়ায় অাক্রমনাত্বক কথার জেরে জেলা বিএনপির সভাপতিকে লাঞ্ছিত করলেন ফখরুল

নিউজ ডেস্কঃ
বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর আজ বুধবার বগুড়ায় যান। তিনি বগুড়া-৬ (সদর) আসন থেকে একাদশ জাতীয় সংসদ নির্বাচনে জয়ী হয়েছেন। তিনি বগুড়া জেলা বিএনপির সভাপতি সাইফুল ইসলামের সঙ্গে বাগ- বিতণ্ডায় জড়িয়ে পড়েন।
বগুড়া শহরতলির মমো ইন হোটেলের লিফটে বাগ্বিতণ্ডার একপর্যায়ে জেলা বিএনপির সভাপতি সাইফুল ইসলামের জ্যাকেটের কলার ধরে মির্জা ফখরুল।
লিফটে অবস্থানকালে হঠাৎ করেই কিছু একটা নিয়ে বগুড়া জেলা বিএনপির সভাপতি সাইফুল ইসলামসহ কয়েকজন মির্জা ফখরুলের সাথে আক্রমনাত্মক উচ্চ বাক্য বিনিময় করলে ককিছুক্ষণ কথা-কাটাকাটি হয়
লিফটে থাকা অন্যরা পরিস্থিতি স্বাভাবিক করার চেষ্টা করেন। তবে একপর্যায়ে সাইফুলের জ্যাকেটের কলার চেপে ধরেন মির্জা ফখরুল।
সাইফুলের বরাত দিয়ে উপস্থিত নেতাকর্মীরা গনমাধ্যমকে বলেন, মহাসচিব ফখরুল অসভ্য আচরন করেছেন।
Related News

অন্ধকার হতে আলোর পথে যাত্রা – হাসিব চৌধুরী
বাঙালি জাতির প্রাণের মানুষ, মহান নেতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। মুক্তি যুদ্ধের দীর্ঘ ৯ মাসRead More

ফেনী প্রেসক্লাব নির্বাচনে সভাপতি জসিম-সহ সভাপতি মনির-সম্পাদক জীবন
প্রেস বিজ্ঞপ্তি : ফেনী প্রেসক্লাব কার্যকরি পরিষদ ২০২১’র নির্বাচনে দৈনিক স্টার লাইনের সহযোগী সম্পাদক জসিমRead More