দাগনভূঞায় ইয়াবাসহ আটক ৩ | বাংলারদর্পন

দাগনভূঞা (ফেনী) প্রতিনিধি: ফেনীর দাগনভূঞা উপজেলার পশ্চিম রামচন্দ্রপুর ও রঘুনাথপুর গ্রাম থেকে অভিযান চালিয়ে মঙ্গলবার রাতে মাদক সহ ৩ জনকে আটক করে পুলিশ।
পুলিশ সূত্রে জানা যায়, ওই দিন রাতে পুলিশ খবর পেয়ে উপজেলার পশ্চিম রামচন্দ্রপুর গ্রামের মৃত হাদু মিয়ার ছেলে অালা উদ্দিন (২৮) ও একই গ্রামের মৃত অাবদুল কাদেরের ছেলে মোঃ সাহাব উদ্দিন (৫৫) কে ৪০ পিস ইয়াবা বডি এবং রঘুনাথপুর গ্রামের মৃত খোরশেদ অালমের ছেলে জামাল উদ্দিন (৩০) কে ৫২ পিস ইয়াবা সহ পুলিশ গ্রেফতার করে থানায় নিয়ে অাসে।
পরদিন পুলিশ বাদী হয়ে মাদকসহ ধৃত ৩ জনের বিরুদ্ধে মাদক অাইনে থানায় মামলা দায়ের করে।
থানার অফিসার ইনচার্জ মোঃ ছালেহ অাহাম্মদ পাঠান গ্রেফতারের সত্যতা নিশ্চিত করে বলে ধৃত অাসামিদেরকে অাদালতে প্রেরণ করা হয়।
Related News

পরশুরামে হোটেল ও ফার্মেসীর জরিমানা | বাংলারদর্পণ
ফেনী’ প্রতিনিধি, পরশুরামে একটি হোটেলে অপরিচ্ছন্ন পরিবেশে খাবার পরিবেশনের অপরাধে ও মেয়াদোত্তীর্ণ ঔষুধ বিক্রির অপরাধেRead More

অটো পাশের দাবীতে মহাসড়ক অবরোধ করেছে পলিটেকনিক শিক্ষার্থীরা
ফেনী’ প্রতিনিধি ফেনীতে পরীক্ষার দাবিতে আধঘন্টা মহাসড়ক অবরোধ করেছে পলিটেকনিক শিক্ষার্থীরা। চার দফা দাবি আদায়েRead More