মাে আফজাল হােসেন, দিনাজপুর প্রতিনিধি :
দিনাজপুর মুন্সিপাড়া¯ নাজমা রহিম ফাউন্ডেশনের হল রোমে বাংলাদেশ জাতীয় সংসদের হুইপ ইকবালুর রহিম এমপি প্রধানমন্ত্রী কর্তৃক বন ও পরিবেশ মন্ত্রণালয়ের মাধ্যমে “খ” ক্যাটাগরিতে বাংলাদেশের সকল শিক্ষা প্রতিষ্ঠানের মধ্যে শ্রেষ্ঠ পরিবেশ রক্ষা অর্জনকারী শিক্ষা প্রতিষ্ঠান কেবিএম কলেজকে গতকাল শনিবার ৩য় পুর¯ার হিসেবে ক্রেস্ট ও ১৫ হাজার টাকা কেবিএম কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ কুদরত-ই-খােদা’র হাতে তুলে দেন। এ সময় উপ¯িত ছিলেন সাবেক অধ্যক্ষ সাইফুদ্দিন আখতার, সহযােগী অধ্যাপক আব্দুস সবুর, গভর্ণিং বডির সদস্য মােসলেম উদ্দিন, মাসুদা আক্তার, বিবিএ প্রধান ফসিয়ার রহমান, অর্থনীতি বিভাগর প্রধান জাহাঙ্গীর আলম, ইসলামীক ইতিহাসের প্রধান প্রভাষক মিজানুর রহমান ও প্রভাষক হিরা লাল সরকার। উল্লেখ্য, বর্তমান কেবিএম কলেজে প্রচুর বৃক্ষরােপন করার ফলে প্রধানমন্ত্র¿ী বন ও পরিবেশ ম¿ণালয়র পক্ষ থেকে কেবিএম কলেজকে বাংলাদেশের সকল বিশ^বিদ্যালয়র মধ্যে ৩য় ¯ান নির্বাচিত করে এই পুর¯ার প্রদান করন।
প্রধানমন্ত্রী কর্তৃক কেবিএম কলেজকে দেয়া পরিবেশ পুরষ্কার তুলে দিলেন হুইপ ইকবালুর রহিম এমপি
