ফেনীতে যানজট নিরসনে জেলা প্রশাসনের অভিযান : ১৯ প্রতিষ্ঠানকে জরিমানা

 

বাংলারদর্পন >>

অবৈধ দখল উচ্ছেদ ও পার্কিং রোধে ফেনী শহরের ট্রাংক রোড, এস এস কে রোড ও হাসপাতাল মোড়ে আজ ২৬ নভেম্বর দিনব্যাপী অভিযান পরিচালনা করে জেলা প্রশাসন ফেনী। এ অভিযানের নেতৃত্ব দেন জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট সোহেল রানা

 

এ সময় ট্রাংক রোডে ফুটপাথ দখল করে দোকান করা ও দোকানের সামগ্রী রাখার অপরাধে মোট ১৭ প্রতিষ্ঠানকে ৬৮ হাজার৫শ টাকা অর্থদন্ডে দন্ডিত করা হয়।  এরা হলেন ট্রাংক রোডের আব্দুস শুক্কুর (২হাজার), হারিস ২হাজার, একরামুল হক বেলাল ২হাজার),মাইনুদ্দিন (২হাজার নামে অবৈধ ফলের দোকান, রহমানিয়া হার্ডওয়ার এর মুন্না (৫হাজার)ও রহমানিয়া হোটেলের আজিম(৫হাজার), মফিজুর রহমানের দোকান  ১হাজার, রাজ্জাক ফুড হাজার।  এসব প্রতিষ্ঠানকে বর্ণিত অর্থদন্ডে দন্ডিত করা হয়।

 

এসএসকে রোডের আখি এন্টারপ্রাইজের মোস্তফা ৩হাজার, বিলাস সল সুজের বেলাল ২হাজার,  সেতু ক্রোকারীজ এর তুহিন শীল ৩হাজার, বাবুল সাইকেল মার এর তুষার ৫হাজার , আনোয়ার স্যনিটারী ৫হাজার, কৃষ্ণচন্দ্র ৫হাজার- টাকা,  বাংলা হোটেলকে ২০হাজার , হাসপাতাল মোড়ের শহীদুল, কামাল ও জয়নাল কে ৫শ- টাকা করে মোট ১হাজার ৫শ টাকা অর্থদন্ডে দন্ডিত করা হয়।

 

এছাড়াও চারটি সিএনজির চালক মো: সোহেল,  শামসুল করিম, মো: রফিক ও মাহিনুদ্দিনকে ৫০০/- করে মোট ২০০০/- টাকা অর্থদন্ডে দন্ডিত করা হয়।

জব্দ করা হয় দুটি সিএনজি। এ সময় জব্দকৃত সিএনজি দুটির মালিক তাদের কাছে এক রহস্যময় টোকেন থাকার কথা বলেন।

 

এ ছাড়াও হাসপাতাল মোড়ে ফুটপাথের উপর ১৩ টি দোকান গুঁড়িয়ে দেওয়া হয়।

 

এ ব্যাপারে নির্বাহী ম্যাজিস্ট্রেট সোহেল রানা জানান, জেলা আইন-শৃঙ্খলা সভায় সিদ্ধান্ত হয় ফুটপাথ মুক্ত করার। এরপর পৌরসভা এটি নিয়ে মাইকিং করে। ফুটপাথ দখল মুক্ত রাখার ব্যাপারে বদ্ধ পরিকর জেলা প্রশাসন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *