চট্টগ্রাম ব্যুরো : এডভোকেট ওমর ফারুক বাপ্পী হত্যার প্রতিবাদে মানববন্ধন করেছে চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতির আইনজীবীরা।
চট্টগ্রাম আদালত ভবনস্থ জেলা প্রশাসক এর কার্যালয়ের সামনে অনুষ্ঠিত প্রতিবাদ সভায় জেলা আইনজীবী সমিতির সভাপতি এডভোকেট রতন কুমার রায় ও সাধারণ সম্পাদক এডভোকেট মোঃ আবু হানিফ সহ উপস্থিত ছিলেন কয়েকশ আইনজীবী।
সভায় বক্তারা এই হতাাকান্ডের তীব্র নিন্দা জানান এবং অবিলম্বে এই হতাকান্ডের সাথে জড়িত সকল আসামীদেরকে অবিলম্বে গ্রেফারের জোড় দাবী জানান।চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক মোঃ আবুহানিফ আগামীকাল সোমবার পুর্ণদিবস কর্মবিরতি ঘোষণা করেন।
একই সাথে তিনি সাপ্তাহ ব্যাপী নানা কর্মাূয়্চী ঘোষণা করেন।প্রতিবাদ সভা থেকে এডভোকেট ওমর ফারুক বাপ্পী হত্যা মামলায় আসামী পক্ষে কোন আইনজীবী মামলা পরিচাপনা না করার সিদ্ধান্ত গ্রহণ করা হয় এবং ঢাকা সুপ্রীম কোর্ট আইনজীবী সমিতির প্রতিও অনুরুপ অনুরোধ করা হবে বলে জানানো হয়।পরে দুপুর ২টায় আদালত প্রাঙ্গণে পুর্ব নির্ধারিত সময় অনুযায়ী নিহত এডভোকেট ওমর ফারুক বাপ্পীর নামাজে জানাজা অনুষ্ঠিত হয়।
উল্লেখ্য গত ২৫ নভেম্বর শনিবার সকালে নগরীর চকবাজার কে বি আমন আলী রোডের এক বাসা থেকে হাত পা বাঁধা ও মুখে টেপ মারা অবস্থায় এডভোকেট ওমর ফারুক বাপ্পীর মৃতদেহ উদ্ধার করা হয়।