ছাগলনাইয়া |
ফেনীর ছাগলনাইয়া পৌর মেয়র এম মোস্তফা বলেন, “উড়ে এসে জুড়ে বসি নাই আমি”। স্বচ্ছল পরিবার থেকে উঠে এসে পরিচ্ছন্ন রাজনীতি করে জনপ্রতিনিধি হয়েছি।কারও রক্তচক্ষুখে ভয় পেয়ে জনসেবা থেকে পিছু হটবো না। আমি সেই রাজনীতি করিনা ।বৃহস্পতিবার বিকেলে ছাগলনাইয়া পৌর কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে উপরোক্ত কথা গুলো বলেন তিনি।
তিনি বলেন,আমি পৌরসভার শূণ্য তহবিল নিয়ে দায়িত্ব নিয়েছি। বিগত সময়কার মেয়রের অনিয়ম ও অগ্রিম বাজেট দেওয়া কাজগুলো সামলিয়ে অনেক কষ্টে পৌরবাসীর ভাগ্য উন্নয়নে কাজ করছি। আমার প্রতিটি পদক্ষেপ মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা’র সাবেক প্রটোকল অফিসার আলাউদ্দিন আহম্মেদ চৌধুরী নাসিম ও ফেনী জনমানুষের নেতা ফেনী-২ এর সাংসদ নিজাম উদ্দিন হাজারী সাহেবের পরামর্শে করে থাকি।
তিনি আরো বলেন,আমার সাফল্যে ঈর্ষান্বিত হয়ে একটি কুচক্রী মহলকে খুশি করতেই কয়েকটি পত্রিকায় আমার ও পৌরসভার বিরুদ্ধে কুরুচিপূর্ণ মিথ্যা, বানোয়াট, উদ্দেশ্যপ্রণোধিত মনগড়া সংবাদ প্রকাশ করে যাচ্ছে। আমি এই সংবাদের তিব্র প্রতিবাদ ও নিন্দা জানাচ্ছি।
আমি আমার কাউন্সিলরদের সাথে কোন প্রকার খারাপ ব্যবহার করি না। আমার পৌরসভায় মাসিক সভায় প্রত্যেকটি কাউন্সিলরের স্বাক্ষর রয়েছে। তাদের সাথে আমার সু-সম্পর্ক রয়েছে। পৌরসভার প্রত্যেকটি কাজের প্রয়োজনীয় কাগজপত্র আমাদের কাছে সংরক্ষণে রয়েছে। যাহা আপনারা প্রয়োজনে খোঁজখবর নিতে পারেন। ১৭ মাসে মাসিক সভার রেজুলেশন কাউন্সিলরদের না দেয়ার যে অভিযোগ করা হয়েছে, তা মিথ্যা, ভিত্তিহীন। মধ্যম মটুয়া কাজের বিষয়ে পত্রিকাগুলো যে মনগড়া সংবাদ প্রকাশ করেছে, তা সবই মিথ্যা।
প্রকৃত ঠিকাদারকে নিয়মনীতি অনুসরণ করেই কাজ দেয়া হয়েছে। কাজ বাস্তবায়ন করছেন ঠিকাদারী প্রতিষ্ঠান মেসার্স বসর এন্ড ব্রাদার্স। সিএনজি ষ্টেশন ইজারা পাওয়ার বিষয়ে যে নাম উল্লেখ করেছে তা আদৌ সত্য নয়। নিয়ম মাফিক ইজারা পেয়েছেন সর্বোচ্চ করদাতা ঠিকাদার নেজাম উদ্দিন।
আমার বিরুদ্বে ষড়যন্ত্র যতই হোক পৌরবাসীকে নির্ভয়ে সেবা দিয়ে যাব বলে আপনাদের মাধ্যমে তা পূর্ণব্যক্ত করলাম।
এসময় উপস্থিত ছিলেন, পৌর প্যানেল মেয়র মুন্সী নুর হোসেন, পৌর কাউন্সিলর হুমায়ুন কবির ভূঁঞা, সামছুল হক, মহিলা কাউন্সিলর আলেয়া বেগম মঞ্জু, হাসিনা আক্তার, উপজেলা ছাত্রলীগ নেতা জিয়াউল হক বাবলু সহ বিভিন্ন ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকবৃন্দ।