বাংলারদর্পন : ফেনীর সোনাগাজীতে স্কুলছাত্রীকে উত্ত্যক্ত করার ঘটনায় দুই বখাটেকে ১বছর করে কারাদন্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। রবিবার দুপুরে সোনাগাজী উপজেলা নির্বাহী অফিসার ও ভ্রাম্যমান আদালতের বিচারক মিনহাজুর রহমান এ আদেশ দেন।
জানা যায়, সোনাগাজী ছাবের মডেল পাইলট হাই স্কুলের এক ছাত্রীকে (১১) বেশ কিছুদিন ধরে উত্ত্যক্ত করে আসছে শাহরুখ (২২) ও শহীদ হাসান (২০)। শনিবার ওই ছাত্রীর বাবা থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন। শনিবার রাতে সোনাগাজী পৌর শহর থেকে তাদের আটক করে মডেল থানা পুলিশ।
পরে রবিবার দুুপুরে উপজেলা নির্বাহী অফিসার ও ভ্রাম্যমান আদালতের বিচারক মিনহাজুর রহমান’র কাছে নিয়ে গেলে তিনি দুই বখাটের প্রত্যেককে ১ বছর করে কারাদন্ড প্রদান করেন। কারাদন্ডপ্রাপ্ত শাহরুখ খান সোনাগাজী সদর ইউনিয়নের সুজাপুর গ্রামের শায়েস্তা খানের ছেলে এবং শহীদ হাসান একই গ্রামের ফারুক মাহমুদের ছেলে।
সোনাগাজী মডেল থানার পরিদর্শক ( তদন্ত) মো. হারুনুর রশিদ জানান, অাদালতের মাধ্যমে কারাগারে প্রেরন করা হয়েছে।