কৃষি জমির মাটি ইট ভাটায় বিক্রির দায়ে ১লক্ষ টাকা জরিমানা

সোনাগাজী (ফেনী) প্রতিনিধি :
বাংলারদর্পনে সংবাদ প্রকাশের পর
ফেনীর সোনাগাজীতে বঙ্গবন্ধু শিল্প নগরের অধিগ্রহনকৃত জমি ও আশপাশের কৃষি জমির উপরিভাগের মাটি ইট ভাটায় বিক্রির দায়ে জামশেদ উল্লাহ নামের এক সর্দারের এক লক্ষ টাকা জরিমানা করেছে নির্বাহী অফিসার অজিত দেব।

নির্বাহী অফিসার বলেন , গোপন সংবাদের ভিত্তিতে ২০ ফেব্রুয়ারি রাতে আহম্মদপুর, সোনাপুর ও আমিরাবাদে অভিযান চালিয়ে মাটি বাহী তিনটি ট্রাক্টর আটক করা হয়। এসময় গাড়ীর মালিক ও সর্দার মো. জামশেদ উল্লাহকে এক লক্ষ টাকা জরিমানা করা হয়েছে। জরিমানা আদায় করে মুছলেকা নিয়ে গাড়ীগুলো ফেরত দেয়া হয়েছে।

তিনি আরো বার বার নিষেধ করা স্বত্বেও যারা কৃষি জমির উপরিভাগের মাটি ও বঙ্গবন্ধু শিল্প নগরের অধিগ্রহনকৃত জমির মাটি খনন করবে এবং ইট ভাটায় বিক্রি করবে তাদের বিরুদ্ধে আরো বঠোর ব্যাবস্থা নেয়া হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *