সোনাগাজী (ফেনী) প্রতিনিধি :
ফেনীর সোনাগাজীতে যথাযোগ্য মর্যাদায় আন্তর্জাতিক মাতৃভাষা ও শহীদ দিবস পালিত পালিত। ২১ ফেব্রুয়ারি প্রথম প্রহরে উপজেলা চত্তরে অবস্থিত কেন্দ্রিয় শহীদ মিনারে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করেন ফেনী-৩ আসনের সাংসদ মাসুদ উদ্দিন চৌধুরী, উপজেলা চেয়ারম্যান জহির উদ্দিন মাহমুদ , উপজেলা প্রশাসন, মুক্তিযোদ্ধা সংসদ , পৌর মেয়র রফিকুল ইসলাম, মডেল থানার ওসি মঈন উদ্দিন, সোনাগাজী প্রেসক্লাব, রিপোর্টার্স ইউনিটিসহ আ’লীগ ও সহযোগী সংগঠন, সকল শিক্ষা প্রতিষ্ঠান , সামাজিক এবং সাংস্কৃতিক সংগঠন। 
সকালে উপজেলা মিলনায়তন থেকে প্রভাত ফেরী শুরু হয়ে পৌর শহরের প্রধান প্রধান সড়ক পদক্ষিণ করে উপজেলা চত্তরে আলোচনা সভায় মিলিত হয়।
সভায় নির্বাহী অফিসার অজিত দেব’র সভাপতিত্বে ও সমাজ সেবা কর্মকর্তা নাছির উদ্দিনের সঞ্চালনায় বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান জহির উদ্দিন মাহমুদ , ভাইস চেয়ারম্যান সাখাওয়াত হোসেন, নারী ভাইস চেয়ারম্যান জোবেদা নাহার মিলি প্রমূখ। আলোচনা শেষে সুন্দর হাতের লেখা, রচনা ও চিত্রাংকনে বিজয়ীদের মাঝে পুরস্কার তুলে দেন অতিথিবৃন্দ।
এ ছাড়া উপজেলা আ’লীগ , সোনাগাজী প্রেসক্লাব, সোনাগাজী সরকারি উচ্চ বিদ্যালয়, সোনাগাজী সরকারি কলেজ , সোনাগাজী সিনিয়র মাদ্রাসা ও বিঞ্চপুর উচ্চ বিদ্যালয়সহ বিভিন্ন সামাজিক এবং সাংস্কৃতিক সংগঠন নিজ নিজ উদ্যোগে নানান কর্মসূচির মাধ্যমে শহীদ দিবস পালন করেন।