সোনাগাজীতে এরশাদের মৃত্যুবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল

ফেনী প্রতিনিধি:
জাতীয় পার্টির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান প্রয়াত হুসেইন মুহাম্মদ এরশাদের ২য় মৃত্যুবার্ষিকী উপলক্ষে সোনাগাজী উপজেলা জাতীয় পার্টির উদ্যোগে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনু্ষ্ঠিত হয়েছে।

১৪ জুলাই বুধবার বিকালে সোনাগাজী ফুড গার্ডেন রেস্টুরেন্টে উপজেলা জাতীয় পার্টির সভাপতি হাজী আবু সুফিয়ানের সভাপতিত্বে সাধারণ সম্পাদক আলহাজ্ব সিরাজুল ইসলামের সঞ্চালনায় বক্তব্য দেন , উপজেলা জাতীয় পার্টির সাবেক সভাপতি ক্যাপ্টেন মো. সাদেক , সিনিয়র সহ-সভাপতি মোশারফ হোসেন মৃধা, সোনাগাজী পৌরসভা জাতীয় পার্টির সভাপতি মফিজুল হক পাটোয়ারি, উপজেলা জাতীয় পার্টির দপ্তর সম্পাদক সাংবাদিক ছালাহ্ উদ্দিন, উপজেলা জাতীয় যুব সংহতির সাবেক সভাপতি জহির উদ্দিন রায়হান।

এসময় আরো উপস্থিত ছিলেন, আমিরাবাদ ইউনিয়ন জাতীয় পার্টির সভাপতি জসিম উদ্দিন, সাধারণ সম্পাদক ছাবের আহম্মদ, মতিগঞ্জ ইউনিয়ন জাতীয় পার্টির সভাপতি সাহাব উদ্দিন, সাধারণ সম্পাদক আবদুল হক, চরদরবেশ জাতীয় পার্টির সভাপতি মানিক মেম্বার, নবাবপুর জাতীয় পার্টির সভাপতি সায়েদুল হক, সাধারণ সম্পাদক শেখ মাসুদ, বগাদানা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক সিরাজ, উপজেলা কৃষক পার্টির সভাপতি মোস্তফা, উপজেলা জাতীয় ছাত্র সমাজের আহবায়ক দেলোয়ার হোসেন, জাতীয় পার্টির নেতা মাসুদ, সেলিম, জসিম, রহমত উল্যাহ, আবুল খায়ের, গোলাম ফারুক ও ইমাম হোসেন সহ জাতীয় পার্টির নেতাকর্মীবৃন্দ।

আলোচনা সভা শেষে জাতীয় পার্টির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান প্রয়াত হুসেইন মুহম্মদ এরশাদ’র জান্নাত কামনা করেন মোনাজাত পরিচালনা করেন মাওলানা ফারুক হোসেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *