সোনাগাজী প্রতিনিধি :
সোনাগাজীতে অশ্লিল ভিডিও বিপননের দায়ে ৩ ব্যবসায়ীকে ১০ দিন করে কারাদণ্ড ও এক ব্যবসায়ীর ৭০ হাজার জরিমানা আদায় করেছে ভ্রাম্যমাণ আদালত।
বৃহস্পতিবার সন্ধ্যায় ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সোনাগাজী উপজেলা সহকারী কমিশনার(ভূমি) নিজাম উদ্দিন পৌরসভার জিরো পয়েন্ট সংলগ্ন মানিক মিয়া প্লাজায় অভিযান চালিয়ে এই জরিমানা করেন।
এসময় মোবাইল ডটকম, ফ্রেন্ডস ইলেকট্রনিক ও কনফিডেন্ট মোবাইল দোকানে অভিযান চালিয়ে তরুণদেরকে মুঠোফোনের মাধ্যমে অশ্লিল ভিডিও বিপনন করার দায়ে ১৮৬০ সালের দন্ডবিধি আইনে দোকান মালিক মাইন উদ্দিনকে ৭০ হাজার টাকা জরিমানা ও অপর তিন ব্যবসায়ী রাসেল, দিদার ও নজরুলকে ১০ দিন করে বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন।
এসময় ব্যবসা প্রতিষ্ঠান গুলো থেকে দুইটি ল্যাপটপ ও ২ টি কম্পিউটারের পিসি জব্দ করা হয়।