খন্দকার রবিউল ইসলামঃ জীবনের ঝুঁকি নিয়ে মমতা ময়ী মায়ের মত ১০ লক্ষ রোহিঙ্গাকে আশ্রয় দিয়ে বুকে ধরে রেখেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
আজ ২৩ নভেম্বর দুপুরে রাজবাড়ী পৌরসভার আয়োজনে নাগরিক সংবর্ধনায় অনুষ্ঠানে একথা বলেন স্বরাষ্ট্র মন্ত্রনালয়ের দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী আসাদুজ্জামান কামাল খান এমপি।
পৌরমেয়র মহম্মদ আলীর সবাপতিত্বে সংবর্ধনা অনুষ্ঠানে রাজবাড়ী ১ আসনের সংসদ সদস্য কাজী কেরামত আলী, রাজবাড়ী ২ আসনের সংসদ সদস্য জিল্লুল হাকিম,সংরক্ষিত মহিলা আসনের এমপি কামরুন্নাহার চৌধুরী লাভলী কবি কাজী রোজী, পুলিশের অতিরিক্ত ডিআইজি শফিকুল ইসলাম প্রমুখ।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন“ আমরা বলেছিলাম আপনি যেখানে যাবেন তার পাশে মায়ানমার সেনাবাহীনি গ্রামের পর গ্রাম জ্বালিয়ে দিচ্ছে, মর্টার শেল নির্ক্ষেপ করছে সেখানে যাওয়া নিরাপদ নয়। প্রধানমন্ত্রী সেকথা শোনের নাই জীবনের ঝুকি নিয়ে রোহিঙ্গাদের বুকে জড়িয়ে ধরেছে।” বিশ্ববাসী মাদার অফ হিউমিনিটি খেতার দিয়েছে।
স্বরাষ্ট্রমন্ত্রী কালুখালীতে নবনির্মিত মহেন্দ্রপুর পুলিশ ফাঁড়ি ভবন উদ্বোধন, কালুখালী থানা ভবনের উদ্বোধন, বালিয়াকান্দি উপজেলার ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশনের উদ্বোধন শেষে বিকালে বালিয়াকান্দি কলেজ মাঠে আওয়ামীগ আয়োজিত কর্মী সমাবেশে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখবেন।