নিজস্ব প্রতিবেদকঃ
নোয়াখালী কোম্পানীগঞ্জ উপজেলার চরফকিরা ইউনিয়ন এর সুনাধন্য শিক্ষা প্রতিষ্ঠান উত্তর চরফকিরা সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সমপনী পরিক্ষার্থীদের বিদায় অনুষ্টান, অবিভাবক সমাবেশ ও বিদ্যালয়ের নব-নির্মীত গেইট এর উদ্বোধন হয় ।
এ সময় অত্র বিদ্যালযের সহকারী শিক্ষক কামরুজ্জামান জাফর এর সঞ্জালনাই মোঃইলিয়াছ মেম্বারের সভাপতিত্বে প্রধান অতিথী হিসবে বক্ত্যব রাখেন কোম্পানীগঞ্জ উপজেলা চেয়ারম্যান মিজানুর রহমান বাদল ,বিশেষ অতিথী হিসেবে বক্ত্যব রাখেন উপজেলা শিক্ষা অফিসার মোঃ ইলিয়াছ , উপজেলা সহকারি শিক্ষা অফিসার মোঃ আবদুল মোতালেব ,চাপরাশির বহুমূখী সমবায় সমিতির সভাপতি আবদুল মোতালেব পিংকন ,বিদ্যালয়ের সহ সভাপতি বীর মুক্তিযোদ্ধা আবুল হাসেম , বিদ্যালয় প্রধান শিক্ষক লুৎফুলাহিল আমিন,উনিয়ন যুবলীগ এর সহ-সভাপতি ও ইউ.পি সদ্যস আজাদ ভুইয়া,ইউনিয়ন যুবদল সাধারন সম্পাদক রইচ উদ্দিন মাদুস প্রমুখ।
এসময় বক্তারা পরিক্ষার্থীদের উদ্দেশে বলেন তোমরা মনোযোগ সহ কারে পরিক্ষা দিবে এবং ভালো ফলাফল করে বিদ্যালয় এর সম্মান অক্ষুন্ন রাখবে ।
বিদায় শিক্ষার্থীদের বিদ্যালয়রে পক্ষ থেকে শিক্ষা সামগ্রী দেওয়া হয় ।
পরে বিদ্যালয়ের নব-নির্মীত মরহুম এনামুর হক নান্টূ মিয়া গেইট ফিতা কেটে শুভ উদ্বোধন করেন উপজেলা চেয়ারম্যান মিজানুর রহমান বাদল।
অন্য দিকে সকাল ১০টাই উপজেলা চেয়াম্যান মিজানুর রহমান এর বাড়ীর দরজায় অবস্থিত চরফকিরা মডেল একাডেমীর নব-নির্মীত বীর মুক্তিযোদ্ধা মরহুম সিরাজ আলম চৌধুরী ভবন এ উদ্বোধন করেন ।