মোঃ আলাউদ্দীন :
তোমাদের মাঝেই রাউজান মাথা উচু করে দাঁড়াবে। শিক্ষাই মানুষকে তার রুপ পাল্টে দেয়। বাড়ি-গাড়ি, টাকা-পয়সা মানুষকে কখনো বড় করতে পারে না। একমাত্র শিক্ষাই এই মহৎ কাজটি করতে সক্ষম হয়। তাই তোমরা পড়াশোনা করে যাবে। আমি চাই রাউজান শিক্ষার আলোয় আলোকিত হয়ে সারা বিশ্বে যেন এর সুনাম ছড়িয়ে পড়ে।
রশিদা বেগম চৌধুরী, আলহাজ্ব হেদায়েত হোসেন চৌধুরী ও আলহাজ্ব একেএম ফজজুল হক স্মৃতি বৃত্তি প্রদান ও নবাগত শিক্ষার্থীদের নবীন বরণ অনুষ্ঠানে সাংসদ এবিএম ফজলে করিম চৌধুরী এমপি প্রধান বক্তার বক্তব্যে শিক্ষার্থীদের উদ্দেশ্যে এসব কথা বলেন।
আজ বুধবার, (১৫-নভেম্বর) সকাল ১১টায়, রাউজান সরকারী বিশ্ববিদ্যালয় কলেজ ও রাউজান সরকারী বিশ্ববিদ্যালয় কলেজ ছাত্রলীগের যৌথ বাস্তবায়নে সাজেদা কবির চৌধুরী মিলনায়তন অনুষ্ঠিত হয়।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, এইচআরসি ফ্যামিলি অব কোম্পানীজ এবং ওয়ান ব্যাংকের চেয়ারম্যান ও সিইও সাঈদ হোসেন চৌধুরী। বিশেষ অতিথি ছিলেন, ওয়ান ব্যাংক এর এমডি ফখরুল আলম। রাউজান উপজেলা নির্বাহী অফিসার শামীম হোসেন হোসেন রেজা, উপজেলা ভাইস চেয়ারম্যান নুর মোহাম্মদ, উপজেলা নির্বাহী অফিসার (ভূমি) জোনায়েদ কবির সোহাগ, পৌরসভার প্যানেল মেয়র আলহাজ্ব বশির উদ্দিন খাঁন, পৌরসভার দ্বিতীয় প্যানেল মেয়র জমির উদ্দিন পারভেজ।
প্রধান অতিথি সাঈদ হোসেন চৌধুরী বলেন, আজ আমি রাউজানকে যেন নতুন রাউজান দেখছি। যে রাউজানে এক সময় সন্ত্রাসীর রাজত্ব ছিল সেখানে আজ মানুষ কোন ভয়ভীতি ছাড়া বসবাস করছে। রাউজান আমার নানার বাড়ি, ব্যস্ততার কারণে এখন আর তেমন আসা হয়না, আজ আমি এখানে আসতে পেরে সত্যি খুব ভালো লাগছে আমার।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, রাউজান সরকারী বিশ্ববিদ্যালয় কলেজের অধ্যক্ষ একেএম আব্দুর রশিদ।
অনুষ্ঠান শেষে অতিথিরা শিক্ষার্থীদের বৃত্তি প্রদান ও নবাগত ছাত্র-ছাত্রীদের পুষ্প দিয়ে বরণ করেন।