অপূর্ব লাল সরকার, আগৈলঝাড়া (বরিশাল) থেকে :
স্বাদু পানির দেশী প্রজাতির মৎস্য অঞ্চল হিসেবে পরিচিত বরিশালের আগৈলঝাড়া উপজেলার প্রত্যন্ত রাজাপুর-রামশীল শুটকিপল্লীতে চলছে ভরা মৌসুম।
প্রাকৃতিক পরিবেশ স্বাস্থ্যসম্মত এই শুটকীপল্লীর মাছের চাহিদা রয়েছে বিদেশেও। তবে দেশী প্রজাতির মাছের স্বল্পতার কারণে হতাশায় ভুগছেন শুটকীপল্লীর সাথে সংযুক্ত জীবিকা নির্বাহ করা মৎস্যজীবি পরিবারগুলাে।