নিউজ ডেস্কঃ
ঝালকাঠির ৭টি শিক্ষা প্রতিষ্ঠান পরিদর্শন করে চরম হতাশ জেলা প্রশাসক জোহর আলী। গত ৮ সেপ্টেম্বর সকালে জেলার ৭টি শিক্ষা প্রতিষ্ঠান পরিদর্শন শেষে দুপুরে ফেসবুকে একটি হতাশার কথা উল্লেখ স্টাটাস দেন।
স্টাটাসটি নিম্মরুপ –
ঝালকাঠির ৭টি শিক্ষা প্রতিষ্ঠান আজ (৮সেপ্টেম্বর) পরিদর্শন করে খুবই মর্মাহত হই। একটি দাখিল মাদ্রাসার ২টি শ্রেণিতে ১জন করে, ১টিতে ৪জন, ১টিতে ৬জন, ১টিতে ৭জন এবং ১টি শ্রেণিতে কোনো ছাত্রছাত্রী উপস্থিত পাওয়া গেলো না। ৪জন শিক্ষকের একটি সরকারি প্রাইমারি স্কুলে মোট ছাত্রছাত্রী ৭২জন।

অন্য আর একটি স্কুলের অবস্থাও একইরকম। একটি মাধ্যমিক বিদ্যালয়ের অবস্থাও ভালো কিছু পেলাম না। ক্লাস সময়ে ক্লাসে শিক্ষক না থাকায় ছাত্ররা বাইরে ঘোরাঘুরিতে ব্যস্ত। একটি সরকারি প্রাইমারি স্কুলে প্রধান শিক্ষককে পাওয়া গেলো না। শুনলাম তিনি কেনাকাটা করতে বরিশাল গিয়েছেন। শিক্ষা অফিসার জানালেন তিনি কারো নিকট থেকে কোনো ছুটি /অনুমতি নেননি।
রাষ্ট্রীয় কোষাগার থেকে ঐ শিক্ষা প্রতিষ্ঠানগুলোর জন্য জনগণের লাখ লাখ টাকা ব্যয় হচ্ছে। অথচ শিক্ষার হাল হলো এই। কী আর করা! দেখা যাক সকলে মিলে এর কিছুটা উন্নতি করা যায় কি না?