নিয়াজ মোহাম্মদ :
বরিশাল সিটি কর্পোরেশন এর ৯ নম্বর ওয়ার্ডে হোটেল কুমিল্লার বিপরীতে একটি ভাড়াটে দোকানঘর থেকে দোকান মালিক পক্ষের বিরুদ্ধে লুটতরাজ এর অভিযোগ উঠেছে।
অভিযোগকারী আনোয়ার লিখিত অভিযোগে লেখেন যে, আব্দুল আলী খা’র পুত্র শুকুর আহমেদ খান তার ছেলেসহ পোর্ট রোডে অবস্থিত দোকানটিতে লুটতরাজ করে প্রায় আশি লক্ষ টাকার ক্ষয়ক্ষতি করেছে এবং প্রাণনাশের আশঙ্কা রয়েছে।
সরেজমিনে গিয়ে দেখা যায়, অভিযুক্ত শুকুরের নেতৃত্বে একদল রোকজন তড়িঘড়ি করে দোকান থেকে তালা ভেঙ্গে মালপত্র সরিয়ে নিচ্ছে।
অভিযোগ পেয়ে কর্তব্যরত পুলিশ অফিসার আল আমিন এলে দোকানের মালপত্র রাস্তায় দেখে দুই পক্ষকেই সন্ধ্যায় থানায় অফিসার ইনচার্জের নিকট শরণাপন্ন হতে বলেছেন।
এ বিষয়ে বরিশাল কোতোয়ালি মডেল থানায় একটি রিখিত অভিযোগের সত্যতা পাওয়া গেছে।
সর্বশেষ এ রিপোর্ট করা পর্যন্ত দোকানের মালপত্র রাস্তাতেই দেখা গেছে এবং থানায় দু পক্ষের বক্তব্য দিতে উপস্থিত হয়েছেন বলে জানা গেছে।