চরম সঙ্কটে ভারতের সংবাদ মাধ্যম- সাংবাদিক রবীশ কুমার | বাংলারদর্পন

নিউজ ডেস্ক :

ভারতের সংবাদ মাধ্যম চরম সঙ্কটে রয়েছে বলে মন্তব্য করেছেন ম্যাগসাইসাই পুরস্কারজয়ী সাংবাদিক রবীশ কুমার। গতকাল সোমবার (৯ সেপ্টেম্বর) সন্ধ্যায় রমন ম্যাগসাইসাই পুরস্কার গ্রহণের সময় ওই মন্তব্য করেন তিনি।

রবীশ বলেন, ‘এই আনন্দের দিনেও আমায় বলতেই হচ্ছে, ভারতীয় মিডিয়া চরম সঙ্কটের মধ্যে দিয়ে চলছে। তবে এই অন্ধকারের মধ্যেও একটা আলোর রেখা হচ্ছে এই যে, কিছু সাংবাদিক নিজেদের ক্যারিয়ারের কথা না ভেবেই খবর সামনে আনার কাজ করে যাচ্ছেন।’ বিশ্বমঞ্চে দাঁড়িয়ে নিজের দেশের সংবাদ মাধ্যম নিয়ে রবীশের মন্তব্য ভারতের ক্ষমতাসীন মোদি সরকারের ওপর বড় ধাক্কা বলে মনে করা হচ্ছে।

শুধু সংবাদ মাধ্যম নয়, কাশ্মির নিয়েও সরব হয়েছেন রবীশ। তিনি বলেছেন, ‘ওখানে ইন্টারনেট বন্ধ। সংবাদমাধ্যমের উপর নিয়ন্ত্রণ চলছে। দেশের বেশির ভাগ সংবাদমাধ্যমই সরকারের পক্ষে দাঁড়িয়েছে। আর যারা প্রশ্ন তুলেছে, তাদের বিরুদ্ধে নেমে পড়েছে ট্রোল বাহিনী।’

রবীশ আরও বলেন, সংবাদমাধ্যমের একাংশ হোয়াটস অ্যাপ ইউনিভার্সিটিকে তাদের সূত্র বানিয়ে ফেলেছে। সামাজিক মাধ্যমে উদ্দেশ্যপ্রণোদিতভাবে ছড়ানো মিথ্যা ও বিকৃত খবরকেই পরিবেশন করছে। গভীরে যাচ্ছে না। সত্যতা যাচাই করছে না। যা আসলে সাংবাদিকতার মূল ধারনাকেই আঘাত করছে।’

দীর্ঘদিন ধরেই নরেন্দ্র মোদি সরকারের বিরুদ্ধে সরব রবীশ। ম্যানিলার মঞ্চে সরাসরি মোদির নাম উচ্চারন না করলেও কারোরই বুঝতে বাকি নেই যে তিনি সংবাদ মাধ্যমের সংকটের জন্য কাকে দায়ী করছেন।

উল্লেখ্য, রমন ম্যাগসাইসাই পুরস্কার এশিয়ার নোবেল হিসেবে পরিচিত। মাস দুয়েক আগেই এ পুরস্কারের জন্য রবীশের নাম ঘোষণা করা হয়েছিল। গতকাল সোমবার ম্যানিলায় আয়োজিত অনুষ্ঠানে তার হাতে এ পুরষ্কার তুলে দেওয়া হয়।

সাংবাদিক রবীশ কুমার বর্তমানে ভারতীয় সংবাদ মাধ্যম এনডিটিভির ম্যানেজিং এডিটর হিসেবে কর্মরত আছেন। তিনি ছাড়াও আরও চারজন সাংবাদিক এবারের রমন ম্যাগসাইসাই পুরষ্কার পেয়েছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *